Posts

স্টুডেন্ট অবস্থায় স্মার্ট ক্যারিয়ার

লেখাপড়া শেষ করে নয়, আয় শুরু হোক স্টুডেন্ট অবস্থায়। কিছু শর্ট কোর্স যা অনলাইনে এবং বিভিন্ন কোম্পানিতে পার্ট-টাইম কাজ করার সুযোগ সৃষ্টি করে এবং এসব কাজ করে সহজেই প্রতি মাসে ১০,০০০-২০,০০০ টাকা আয় করা সম্ভব।
.
কি কি কোর্স করবেন?
◙ Graphics Design
◙ Web Design & Development
◙ Search Engine Optimization

কোর্সের নাম : গ্রাফিক ডিজাইন।
কোর্সের মেয়াদ : ২ মাস।

স্মার্ট ক্যারিয়ারের স্বপ্ন দেখেন এমন সবার জন্য উত্তরাইনফোটেক এর স্মার্ট অফার।
কোর্স ফিঃ ৮৫০০ টাকা। ভর্তির সময় দিতে হবে ৫০% বাকি ৫০% পরিশোধ করবেন পরবর্তী ১ মাসের মধ্যে ।

আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৯৭০ ৯০০ ৯৩৩, ০১৬১১ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uttarainfotech.com

অথবা
নন্দীভবন – (৩য় তলা),
(ইসলামী ব্যাংক সংলগ্ন),
চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩,০১৯৭৫ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uit.com.bd

ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এ ভর্তি চলছে

ওয়েব ডিজাইনার হতে চাইলে তাকে যে সিএসই ব্যাকগ্রাউন্ড হতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই, এমন অনেক ডিজাইনার রয়েছেন যারা আত্ম প্রণোদিত হয়ে ডিজাইন ও প্রোগ্রামিং স্কীল শিখে এই পেশায় এসেছেন।

একজন ওয়েবসাইট ডিজাইনার কে ডিজাইন এর পাশাপাশি টেকনোলজি নিয়েও আগ্রহী হতে হয়, তাছাড়াও কিছু বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাও আবশ্যক বিশেষ করে এইচটিএমএল ও সিএসএস।

এছাড়াও ধারণা রাখা যেতে পারে এমন কয়েকটি বিষয় হচ্ছেঃ

• জাভা স্ক্রিপ্ট
• জেকুয়েরি
• পিএইচপি
• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
• ইউজার ইন্টারফেস (ইউ/আই) ডিজাইন ইত্যাদি

ওয়েবডিজাইন কে ওয়েবসাইট বানাবার কলা বা শিল্প বলেও অভিহিত করা হয়। কারন আপনার ওয়েবসাইট ডিজাইন নির্ধারণ করবে ভিজিটর ও ট্রাফিক, ডিজাইন আকর্ষণীয় হলে ট্রাফিক বাড়বে না হয় কমবে।

বর্তমানে সাইবার স্পেসে শত শত মিলিয়ন ওয়েবসাইট রয়েছে যার সংখ্যা প্রতি মাসে বাড়ছে। একজন ওয়েব ডিজাইনারের দায়িত্ব থাকে পুরো ওয়েবসাইটের লে-অাউট, কালার স্কীম প্রভৃতির। ওয়েবসাইটটি শুধু দৃষ্টিনন্দন হলেই হবে না তা যেন ইউজার ফ্রেন্ডলি হয় সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে। ভিজিটররা যেন খুব সহজে নেভিগেট করতে পারে।

ওয়েবসাইট ডিজাইনারকে ওয়েবসাইট র্যাঙ্কিং এর বিষয়টাও মাথায় রাখতে হয় । এমনকি সাইটের কোথায় অ্যাড বসানো যাবে তাও একজন ওয়েব ডিজাইনার সবচেয়ে ভালো বলতে পারবে।একজন ওয়েব ডিজাইনারকে ওয়েব ডিজাইনের কিছু নির্দিষ্ট ফ্যাক্টর জানতে হয় যার মধ্যে রয়েছে-

• স্ক্রীন রেজ্যুলিউসন
• ইমেজ কম্প্রেসন
• ইউজেবিলিটি
• অ্যাক্সেসিবিলিটি
• ওয়েবসাইট আর্কিটেকচার

একজন ওয়েব ডিজাইনার কে ওয়েব ডেভেলপমেন্ট টিম এর অংশ হয়ে কাজ করতে হয় । সে একজন ফ্রীল্যান্সার হিসেবেও কাজ করতে পারে, এর জন্য তার মাঝে কিছু দক্ষতার সমন্বয় ঘটাতে হয়। এগুলোর মধ্যে রয়েছেঃ-

• ভালো যোগাযোগ দক্ষতা
• কল্পনা শক্তি
• ডিজাইন টুলে পারদর্শিতা।
• নানা ধরনের ডক ফাইল( ব্রসিউর,স্লাইড, প্রিন্ট অ্যাড ইত্যাদি) কে মাল্টিমিডিয়াতে রূপান্তরিত করা।
• পাবলিশিং টুল ও ট্রাবলসুটিং সম্পর্কে ভালো ধারনা থাকা।
• ব্রোকেন ও এক্সপায়ার্ড হাইপারলিঙ্ক খুঁজে বের করার দক্ষতা।

আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ শুরু হবে ০১ /০৮/ ২০১৭ ক্লাশ হবে সপ্তাহে ০৩ দিন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। ৩ মাসের প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ১২,৫০০/-.টাকা।

যোগাযোগ:
উত্তরা- ০১৯৭০ ৯০০ ৯৩৩, ০১৬১১ ৯০০ ৯৩৩
গাজীপুর- ০১৯৭৩ ৯০০ ৯৩৩
www.uttarainfotech.com

Learn To Earn from Outsourcing

কোর্স শুরু : ১১/০৭/২০১৭ ইং

ভর্তি চলবে : ১০/০৭/২০১৭ ইং পর্যন্ত

ফ্রিল্যান্সিংয়ে সফলতার জন্য টাকার লোভ ত্যাগ করে কাজে দক্ষতা অর্জনের দিকে বেশি নজর দিতে হবে। দক্ষলোকদের সমাদর সবজায়গার মতই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও।

সেজন্য সবার প্রথমে বিভিন্ন রিসোর্স থেকে কাজ শিখে সেগুলোর বাস্তবভিত্তিক কাজ করে দক্ষতা অর্জন করলেই অনলাইনে কাজের রেট এবং চাহিদা দুটি বৃদ্ধি পাবে। এরকম চাহিদাপূর্ণ অবস্থানে আসার জন্য অবশ্যই কিছুটা সময় দিতে হবে। মনে রাখবেন, অদক্ষ ব্যক্তিদের টাকার পিছনে দৌড়াতে হয়। কিন্তু দক্ষ ব্যক্তিদের পিছনে টাকা দৌড়ায়।

যে কোন কাজের সফলতার জন্য যেমন সবার প্রথমে দরকার ইচ্ছাশক্তি, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম না। প্রচন্ড ইচ্ছাশক্তি থাকলে ফ্রিল্যান্সিংয়ের সফল হওয়ার ব্যাপারে যত প্রস্তুতিমূলক পরিশ্রম করা দরকার, সব কিছু করতে আগ্রহ থাকবে। সুতরাং কারও কথা শুনে হালকাভাবে লক্ষ্য নিয়ে নামলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা ৯৫%। কিন্তু যদি নিজের তীব্র ইচ্ছা থাকে এবং একাগ্রতা থাকে, তাহলেই ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন।

ফ্রিল্যান্সিং শুরু করার আগে ধৈয্য শক্তি বাড়িয়ে নেওয়া উচিত। কাজ শিখতেও ধৈয্য নিয়ে শিখতে হবে। পরে শুরুতে কাজ পাওয়ার জন্য বহুদিন ধৈয্য সহকারে চেষ্টা চালিয়ে যেতে হয়। এমন হতে পারে, কাজ শিখার পর ১ম কাজের অর্ডার পেতে ১বছরও লেগে যেতে পারে। কিন্তু তারপরও ধৈয্য হারালে চলবেনা। চেষ্টা চালিয়ে যেতে হবে, নিজেকে দক্ষ করতে হবে, বায়ারের কাছে কাজ চাওয়ার ধরনে পরিবর্তন এনে দেখা যেতে পারে। হতাশ না হয়ে কাজ পাওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে যেতে হবে।

সফল ফ্রিল্যান্সার হতে হলে উপরের বিষয়গুলো নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা শুরু করে দিতে হবে। আন্তর্জাতিকবাজারে টিকে থাকার চ্যালেঞ্জে জিততে হলে নিজের মধ্যে বিশেষ কিছু থাকতেই হবে। কাজের দক্ষতার পাশাপাশি অধ্যাবসায়, ধৈয্য এবং নতুন কিছু শিখার নেশা সফলদের কাতারে পৌছিয়ে দিবে।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা

উত্তরা ইনফোটেক
প্রধান কার্যালয়ঃ
বিএনএস সেন্টার, (৬ষ্ঠ তলা), রুম নং- ৬১০/এ, এবং ৬১৪, উত্তরা, ঢাকা-১২৩০।

ফোনঃ ০১৯৭০ ৯০০ ৯৩৩ (উত্তরা)।

গাজীপুর ব্রাঞ্চঃ
নন্দী ভবন – (৩য় তলা),কোনাবাড়ী রোড, চান্দনা চৌরাস্তা, গাজীপুর।

ফোনঃ ০১৯৭৩ ৯০০ ৯৩৩ (গাজীপুর)।

আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
www.uit.com.bd, www.uttarainfotech.com

Outsourcing Evening Batch

 

কোর্স শুরু : ১৬/০৫/২০১৭ ইং

ভর্তি চলবে : ১৫/০৫/২০১৭ ইং পর্যন্ত

চাকুরী করতে গেলে ধরা-বাধাঁ সময় এবং স্থানের প্রয়োজন হয় কিন্তু আউটসোর্সি এর ক্ষেত্রে সেটার প্রয়োজন হয় না। তাই আপনি স্বাচ্ছন্দের সাথে এ কাজ করতে পারবেন।
বর্তমানে অনলাইন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে যে কাজগুলোর ব্যাপক চাহিদা, তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম সেরা। আসলে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন একটি কাজ, যা শিখলে অনলাইন এবং অফলাইন – দুই ধরনের সেক্টরেই কাজ করা সম্ভব এবং এর রয়েছে ব্যাপক চাহিদা।যারা অনলাইন মার্কেটপ্লেস গুলোতে কাজ করবেন না বা করতে পারবেন না, তারা লোকাল মার্কেটপ্লেসগুলোতেও প্রচুর কাজ করতে পারবেন।

আর তাছাড়া গ্রাফিক্সের কাজের সাথে খুব বেশি শিক্ষাগত যোগ্যতা, বিশেষ করে ইংরেজি জানার খুব বেশি দরকার না থাকায় এবং অনেক বেশি চাহিদা থাকায় অনেকেই এখন অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং এ অন্যান্য কাজের চাইতে গ্রাফিক্সকেই প্রাধান্য দিচ্ছেন। গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তারা নিচের এপ্লিকেশন গুলো ভাল করে শিখলেই অনলাইন মার্কেটপ্লেসগুলোতে অনেক কাজ পেতে পারেন।

এপ্লিকেশন গুলো হচ্ছেঃ

> অ্যাডোব ফটোশপ,
> অ্যাডোব ইলাস্ট্রেটর,
> অ্যাডোব ইনডিজাইন,

গ্রাফিক্সের কাজ শিখলে ফ্রীলান্সিনের মাধ্যমে বাহিরের কাজ পাওয়ার সম্ভবনা অনেক ইমেজ এডিটিং থেকে শুরু করে ওয়েব ডিসাইন,লোগো,মেগাজিন,পোস্টার,বিজনেস কার্ড ইত্যাদি ছাড়াও আরো অনেক ধরনের কাজ পাবেন ।

বিস্তারিত জানতে ভিজিট করুন :

আমাদের অফিসের ঠিকানা :

৮৭, বিএনএস সেন্টার,
৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।

হ্যালো : ০১৯৭০ ৯০০ ৯৩৩

অথবা

নন্দী ভবন (৩য় তলা),
(ইসলামী ব্যাংক এর পশ্চমি পার্শ্বে),
চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।

হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩

ফেসবুক গ্রুপ :
https://www.facebook.com/uttarainfotech

বিস্তারিত জানতে ভিজিট করুন :
www.uttarainfotech.com

নববর্ষে উত্তরা ইনফোটেকের বিশেষ অফার

আউটসোর্সিং এর যেকোন কোর্সে ২০% ছাড়ে ভর্তি চলছে। অফারটি সীমিত সময়ের জন্য। এই সুযোগটি কাজে লাগিয়ে গড়ে তুলেন আপনার ক্যারিয়ার। আমাদের কোর্স গুলোর মধ্যে গ্রাফিক্স ডিজাইনিং , ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট এবং থিমফরেস্ট এ টেমপ্লেট ডিজাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে এই কোর্স গুলো শিখিয়ে থাকি আমরা।

কিছু শ্রেণীর অসাধু ব্যাবসায়ী আর লিপলেট বিজ্ঞাপনের কল্যাণে শব্দটি এখন অনেক মানুষের মনে নানা ভাবে কৌতুহলের জন্ম দিয়ে চলছে, এবং ইতিমধ্যে আমাদের বাংলাদেশীদের কাছে আউটসোর্সিং শব্দটি অতি পরিচিত একটি শব্দ হিসাবে পরিচিতি পাচ্ছে।

আমাদের বাংলাদেশে এবং বিশ্বের প্রায় দেশেই আউটসোর্সিং জগতে কাজ করে এমন লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন। কিন্তু তাদের সবাই শতভাগ সফল হতে পারেননি। সর্বদা মনে রাখবেন আউটসোর্সিং একটি স্বাধীন ও মুক্ত পেশা, সেখানে আপনার ব্যক্তিগত জবাবদিহিতার চেয়ে আপনার কাজের জবাবদিহিতা অনেক বেশি। আপনি এই জগতে আসবেন অবশ্যই আয় করার জন্য, এবং আপনি যার কাছ থেকে এই উপার্জন করবেন তাকে কোন না কোন সেবা প্রদান করেই এই উপার্জন আপনাকে করতে হবে।যদি আপনার কাজ সঠিক না হয়, আপনি যদি কাজ করার ক্ষেত্রে অনেক বেশী মনযোগী না হন, তাহলে আপনার পক্ষে এই সেক্টরে সফল হওয়া সম্ভব নয়। আউটসোর্সিং এ সর্বদা আপনি নিজেকে দিয়ে মূল্যায়ন করবেন। আপনার কাজের দক্ষতায় আপনাকে উপরের স্তরে যাওয়ার রাস্তা তৈরি করে দিবে। তাই আপনাকে যে কাজ দেওয়া হবে সেই কাজটি সঠিক ভাবে সঠিক সময়ের মধ্য দিয়ে সম্পন্য করতে হবে। আর নিজেকে উপযুক্ত ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলতে চাই সঠিক গাইড লাইন এবং সঠিক প্র্রশিক্ষণ। আর আমাদের উত্তরা ইনফোটেক প্রদান করছে সঠিক গাইড লাইন ও উপযুক্ত প্র্রশিক্ষণ।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা

উত্তরা ইনফোটেক

প্রধান কার্যালয়ঃ
বিএনএস সেন্টার, (৬ষ্ঠ তলা),
রুম নং- ৬১০/এ, এবং ৬১৪,
উত্তরা, ঢাকা-১২৩০।

গাজীপুর ব্রাঞ্চঃ
নন্দী ভবন – (৩য় তলা),
কোনাবাড়ী রোড, চান্দনা চৌরাস্তা,
গাজীপুর।

ফোনঃ ০১৯৭৩ ৯০০ ৯৩৩ (উত্তরা),

০১৯৭৩-৯০০ ৯৩৩ (গাজীপুর)।

আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.uit.com.bd, www.uttarainfotech.com

প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট এর ৬৬ তম ব্যাচে ভর্তি চলছে Professional Web Development

কোর্স শুরু : ০২/০৪/২০১৭ ইং

ভর্তি চলবে : ০১/০৪/২০১৭ ইং পর্যন্ত

কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে তবেই ওয়েব ডিজাইনার হতে হবে, এটা ভাবাটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা ভিন্ন। বেশিরভাগ ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত অফিসগুলোতে গেলেই দেখা যায় যে ৯০ শতাংশ ডেভেলপারের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্সের বাইরে। তাই নিজের কম্পিউটার সায়েন্সে পড়ার ব্যাকগ্রাউন্ড না থাকলে ভয় পাওয়ার কিছুই নেই।

ওয়েব ডেভেলপার হতে হলে কী করতে হবে?

পৃথিবীর যেকোনো কাজেই ধৈর্য, পরিশ্রম, কাজের প্রতি ভালোবাসা ও সঠিক দিকনির্দেশনা খুব প্রয়োজন। মাত্র ২০ হাজার টাকার চাকরির জন্য যদি জীবনের ৩০টি বছর ধৈর্যের সাথে পরিশ্রম করতে পারেন, তাহলে যেখানে একজন ওয়েব ডেভেলপার হিসেবে মাসে ৭০ থেকে ১ লক্ষ টাকা আয়ের সুযোগ রয়েছে সেখানে ৬ থেকে ৭ মাস ভালোভাবে পরিশ্রম করতে ক্ষতি কী! সবসময়ই অন্য কাউকে আউটসোর্সিং করতে দেখলে আফসোস করি, কিন্তু তাদের আয়কে লোভ না করে তারা কীভাবে এই জায়গাটা অর্জন করেছে সেটা খতিয়ে দেখাটাই গুরুত্বপূর্ণ। আর জীবনের শুরুতেই নির্দিষ্ট কোনোকিছুর জন্য নিজেকে ভালোভাবে যোগ্য করে তোলাই বুদ্ধিমানের কাজ। ৩ মাস মেয়াদি কোর্সে ভর্তি হয়ে মনোযোগের সঙ্গে কোর্সটি সম্পন্ন করুন। কোর্স সম্পন্ন হওয়ার আগেই আপনি আউটসোর্সিং করার যোগ্য হয়ে উঠবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন :

আমাদের অফিসের ঠিকানা:

৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),

সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।

হ্যালো : ০১৯৭০ ৯০০ ৯৩৩

অথবা ,

নন্দী ভবন (৩য় তলা),

(ইসলামী ব্যাংক এর পশ্চমি পার্শ্বে),

চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।

হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩

ফেসবুক: https://www.facebook.com/uttarainfotech/ ,

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uit.com.bd, www.uttarainfotech.com

 

Outsourcing – Earn from Theme Forest; Professional Course Graphics to PSD & PSD to HTML

 

Outsourcing – Earn from Theme Forest;

Professional Course

Graphics to PSD & PSD to HTML

বাংলাদেশের ইয়াং জেনারেশন থেকে শুরু করে বয়সী মানুষরাও অনলাইন ক্যারিয়ারে প্রবেশ করে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে আনতে সক্ষম হচ্ছেন। দিন দিন অনলাইনে আয়ের প্রতি মানুষের প্রচুর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে আয় সংক্রান্ত বিষয়ে সবাই প্রচুর আগ্রহী হয়ে উঠছে ঠিকই কিন্তু সঠিক গাইড লাইন এবং দক্ষতার অভাবে অনেকেই ঝড়ে যাচ্ছেন।

আমাদের আছে বাস্তবভিত্তিক কাজ করেন এমন ট্রেইনার। তাই আমরা নিশ্চয়তা দিতে পারি আপনার দক্ষতা উন্নয়নে সঠিকভাবে সহযোগীতা করতে পারবো এবং যারা ট্রেইনার হিসেবে থাকবেন তারা সবাই থিমফরেস্ট বেইজড কাজ করেন।

ফ্রিলান্স মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইন এবং ফ্রন্ট-ইন্ড-ওয়েব ডেভেলপমেন্টের হাজারো কাজ পাওয়া যায় এবং এ কাজে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলক কম তবে চাহিদা বেশি। তাই সহজে কাজ পাবেন এবং এধরনের কাজের দামও বেশি। একজন সাধারন মানের ফ্রিলান্সারের ঘণ্টাপ্রতি কাজ করার রেট হয় ২ থেকে ৩ ডলার, কিন্তু একজন ওয়েব ডিজাইনার এর ঘণ্টাপ্রতি রেট শুরুতেই ১০ থেকে ১২ ডলার হয়ে থাকে। আজকাল ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখলে শুধু ফ্রিল্যান্সিং করা যায় এমনটা নয়, অনেক মার্কেট আছে যেখানে ওয়েব টেম্পলেট এবং ওয়েব এপ্লিকেশন খুবই ভালো দামে বিক্রি করা যায়। এমনি একটা মার্কেটপ্লেস হচ্ছে ‘themeforest.net’। এখানে আপনি আপনার একটি ডিজাইন করা টেম্পলেট একাধিকবার বিক্রি করতে পারবেন এবং ভালো কোয়ালিটির টেম্পলেট হলে প্রতিমাসে একটা টেম্পলেট দিয়েই আপনি প্রচুর আয় করতে পারেন।

গত প্রায় ৫ বছর যাবৎ আমাদের আইটি সার্ভিসের পাশাপাশি আমরা অনলাইন আয় সংক্রান্ত বেশ কিছু কোর্স পরিচালনা করে আসছি। আমাদের দিক-নির্দেশনা ও প্রশিক্ষণে অনেক নতুনরা দক্ষ হয়ে বিভিন্নভাবে কাজ করে ভাল আয়ের পাশাপাশি সুনামও অর্জন করে যাচ্ছে।

আপনি নতুন হলে সব থেকে ভালপন্থা সময় করে একদিন অফিসে এসে জেনে নিন কিভাবে, কোনটা দিয়ে শুরু করলে আপনি সত্যিকারের দক্ষতা অর্জন করে আয় করতে পারবেন। হুট করে শুরু না করে একটু বিচারবুদ্ধি দিয়ে ভেবেচিন্তে শুরু করুন।

আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার,
৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৯৭০ ৯০০ ৯৩৩
ফেসবুক: www.facebook.com/uttarainfotech
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uit.com.bd