Some great ways to make people happy! – মানুষকে খুশি করার কিছু চমৎকার উপায়!
মানুষকে খুশি করার কিছু চমৎকার উপায়!
১। সালাম – কখনও নিজের বাসায় দারোয়ান কিংবা সিএনজি বা রিকশাওয়ালা মামাকে সালাম দিয়েছো? কখনও বাসার নিচের দোকানের মামাকে সালাম দিয়ে তার কুশলাদি জিজ্ঞেস করেছো? দিয়ে দেখো একবার! দেখবে তুমি তাদের কতটা আপন হয়ে গেছো। আর সালাম দেওয়ার পর ওই মানুষগুলো যে ভুবন ভোলানো প্রাণখোলা হাসিটা ফেরত দেয় সেই হাসিটা তোমার দিন গড়ে দিতে যথেষ্ট। আর এই অমূল্য হাসিটা পেতে কী প্রয়োজন? শুধু তাদেরকে একটা সালাম দেওয়া।
এই সালাম কিন্তু ফ্রি!
২। সম্মান – কথিত আছে, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। তাই তুমি যদি সম্মান প্রত্যাশা করো তাহলে সম্মান করতে শেখো। পৃথিবীতে যত প্রতিষ্ঠিত আর সম্মানিত মানুষ আছেন তারা সবাইকে সম্মান করেন। সবার মতামতকে সম্মান দিতে জানেন। আর এই সম্মান দেওয়ার অভ্যাস তোমাকে সবার কাছে প্রিয় করে তোলে।
আর এই সম্মান করতেও কিন্তু অর্থের প্রয়োজন হয় না।
৩৷ স্নেহ – বড়দেরকে যেমন সম্মান করতে হয় তেমনি ছোটদেরকেও স্নেহ করতে হয়। ছোটরা সরল, অবুঝ আর অনুকরণপ্রিয়। ওরা তাই শিখবে যেসব ওদের আশেপাশের বড়রা করে। তাই তুমি যদি ছোটদের স্নেহ করো তাহলে ছোটরাও তাই শিখবে। তারাও তাদের চেয়ে বড়দের সম্মান করবে আর ছোটদের স্নেহ করবে।
আর এই স্নেহ করাতেও খরচাপাতির বালাই নেই।
৪৷ ভালোবাসা – সম্মান আর স্নেহ তো গেলো। এবার আসি ভালোবাসায়। আমাদের কাছে বন্ধুত্বের সম্পর্কের মানেটাই অনেকটা বদলে গেছে। আমরা মনে করি বন্ধু মানেই তাকে তার কোনো একটা দোষ বা ত্রুটি নিয়ে পচানো। বন্ধুত্ব মানেই পচানো। কেউ তোমার বন্ধু হলেই তাকে পচানো জায়েজ। আসলেই কি তাই? এমনটা কি হওয়া উচিত? বন্ধুত্বের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি। তোমার বন্ধু, প্রিয়জন, সহকর্মী আর কাছের মানুষগুলোকে ভালোবাসতে শেখো। তাদেরকে গুরুত্ব দিতে শেখো। তাদের মূল্যায়ন করতে শেখো। এই মানুষগুলো মূল্যবান। এই মানুষগুলো বিশেষ। পরিবারের পর তোমার যে কোনো বিপদের তোমার পাশে কিন্তু এই মানুষগুলোই থাকবে।
তাই তাদেরকে ভালোবাসো। আর এই ভালোবাসায় খরচা নেই।
৫৷ সময় – তুমি একটা মানুষকে অনেক বেশি মূল্যবান কিছু দেবার ক্ষমতা রাখো। এবং সেটাও কোনো প্রকার খরচাপাতি ছাড়াই। হ্যাঁ, আমি বলছি সময়ের কথা। একটা মানুষের কাছে অনেক বেশি মূল্যবান জিনিসগুলোর একটি হলো সময়। তোমার পরিবারকে তোমার কাছের মানুষগুলোকে সময় দাও। তাদের কাছাকাছি থাকো। তাদের সাথে কথা বলো। তাদের কথা শোনো। একসাথে বাইরে খেতে যাও কিংবা বেড়াতে যাও! যে মানুষগুলো তোমাকে ভালোবাসে তাদের জন্যে এইটুকু তো করতেই পারো? তাই না!
সময় দিতে সবসময় পয়সা লাগে না।
৬। সহমর্মিতা – তোমার কাছের কেউ যখন কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যায় কিংবা কোনো বিপদে পড়ে তখন চেষ্টা করো তার পাশে থাকার। তার কথা শোনার। দেখবে এই খারাপ সময়টা কেটে যাবার পরও ওই মানুষটা তোমাকে মনে রাখবে।
সহমর্মিতায় খরচা নেই।
৭৷ সহযোগিতা – তোমার কাছের কোনো পরিচিত কাউকে কোনো সমস্যায় পড়তে দেখলে চেষ্টা করো তাকে সাহায্য করার। কেউ পড়া বুঝতে কষ্ট করলে তাকে পড়া বুঝিয়ে সাহায্য করো। কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে তাকে সাহস দাও। শহরে কিংবা প্রতিষ্ঠানে কেউ নতুন এলে তাকে সবার সাথে পরিচিত হতে সাহায্য করো।
এই কাজগুলো কিন্তু একদম ফ্রি। উল্টে বিনিময়ে পাবে সবার ভালোবাসা।
তোমার প্রশংসা যদি কারও দিনটাই সুন্দর করে দেয় তাহলে কিন্তু মন্দ হয় না ।