ERP(Enterprise Resource Planning)

ই আর পি ( ERP) কি ?
ই আর পি (ইংরেজি তে ERP)এর অর্থ হল এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং । এটি একটি সমন্বিত সফটওয়ারের রুপ যা একটি কোম্পানির মোটামুটি সব চাহিদা পুরন করে। এক কথায় বলতে গেলে “Its manage your key business operation in a single integrated system” ।

ই আর পি ( ERP ) এর বৈশিষ্ট্য
ই আর পি সফটওয়্যারের প্যাকেজগুলো এক একটি পার্ট এ বিভক্ত থাকে, যাদের কে মডিউল (Module) বলা হয় । এক্ষেত্রে একটি মডিউল এর তথ্য অন্য মডিউল এর সাথে অঙ্গীভূতভাবে সংযুক্ত থাকে । এখানে এক মডিউল আর তথ্য অন্য মডিউল এর সাথে শেয়ার করে এবং module to module data flow ঘটে ফলে data duplication হয় না । ডাটা থেকে ডাটা এর লিংক থাকায় কোন একটি ডাটা কে কেন্দ্র করে এর সাথে সংযুক্ত অন্য ডাটা এর তথ্য সহজে পাওয়া যায় ।

ই আর পি সিস্টেম এর ডাটাগুলো একটি Single Database এ থাকে বিভিন্ন department এর বাবহারকারিকে ই আর পি সফটওয়্যারের মাধ্যমে কোন প্রয়োজনীয় তথ্য পেতে অন্য department এর ই আর পি বাবহারকারিদের নিকট নির্ভর থাকতে হয় না । ERP system এ ডাটা single entry হয় , ফলে বাড়তি কাজ করতে হয় না এবং তথ্য গুলো চাওয়া মাত্র পাওয়া যায় , তাই Management এর Analysis Report গুলোর মাধ্যমে কৌশলগত সিগদান্ত নেয়া দ্রুত এবং সহজ হয়।

Common Feature of different modules:
Procurement Process
Inventory Management
Production Planning
Manufacturing Process
Sales
Marketing
Finance
Human Resources
Asset Management and Maintenance ইত্যাদি .

বিস্তারিত জানতে কল করুন :-
Call & WhatsApp : 01935900933 , 01712007676
www.uttarainfotech.com

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *