UIT is the best and quality website design company in Dhaka as well as all over the country.

What is Branding? ব্র‍্যান্ডিং আর মার্কেটিং কি গুলিয়ে ফেলছি?

ব্র‍্যান্ডিং আর মার্কেটিং কি গুলিয়ে ফেলছি??

=========================

আজ আমাদের একটা সেশন চলছিলো বিজনেস ব্র‍্যান্ডিং এর উপর৷ আমাদের রিসোর্স পার্টিসিপেন্টসিদের জিজ্ঞেস করলেন আপনার বিজনেস ব্র‍্যান্ডিং এর জন্য আপনি কি কি কিরেছেন। প্রায় সব উদ্যোক্তার এক উত্তর – ফেসবুক বুস্টিং অথবা মেলা। আসলেও ব্র‍্যান্ডিং কি তাই???

আমি উদ্যোক্তা নই, কিন্তু তবুও আমার ছোট মাথা বলে এই দুইটা জিনিস পরিপূরক হতে পারে, কিন্তু এক তো অবশ্যই নয়। বাংলাদেশে আরং এখন টপ রিকোয়ার্ড ব্র‍্যান্ড। লাস্ট উইমেন্স ডে তে দেখলাম বেশীরভার অফিসে আরং এর প্রোডাক্ট সহকর্মীদের জন্য উপহার হিসেবে দিয়েছেন অফিস কতৃপক্ষ। কারণ একটাই- ব্র‍্যান্ড। আরং এর লোগো থেকে শুরু করে তাদের প্রত্যেক প্রোডাক্ট এ একটা নিজস্বতা টের পাওয়া যায়। এমনকি এখন তো গিফটের জন্য কেউ র‍্যাপিং পেপার ও কেনেনা। আরং এর ব্যাগটাই এখন গিফট র‍্যাপ করার জন্য বেস্ট। আমার কাজিনের বিয়েতে ঘর ভর্তি আরং এর প্যাকেট। চারদিকে কমলা রঙ এর ছড়াছড়ি। ব্র‍্যান্ড এটাই।

আমার কিছু আরং ফ্রিক বন্ধু আছে। তারা জাস্ট পরনের জামা কিংবা কোন উপহার দেখলেই বলে দিতে পারে এটা আরং এর। ইনফ্যাক্ট আরং এর ফটোশ্যুট এও তাদের একটা আরং ভাইব থাকে। নিলক্ষেতের মোড়ে, কিংবা সাইন্সল্যাবের মাথায় রিক্সার জ্যামে বসে তো বড় মনিটরে আরং এর লাইভ বিজ্ঞাপন একটা ভালো সময় কাটানোর ব্যবস্থা 😃😃।

যাহোক, আমাকে আরং এম্বাসেডর মনে করা কোন দরকার নেই। কথা হচ্ছিল ব্র‍্যান্ড নিয়ে। আমাদের দেশের কজন উদ্যোক্তা তাদের প্রফিটের টাকা থেকে কিছুটা প্রতি মাসের ব্র‍্যান্ডিং এর জন্য বরাদ্দ করেন? কজন সিগনেচার আইটেমগুলো শুধুমাত্র সেলের জন্য না বানিয়ে তার বাইরেও কিছু বানান? আপনার সার্ভিসটির এখন পর্যন্ত কতগুলো রিভিউ আপনার টার্গেট ক্লায়েন্টদের কাছে পৌঁছেছে?? ফেসবুক বুস্টিং আর মেলার মার্কেটিং তো আপনার প্রোডাক্ট বেচবে, কিন্তু আপনার পরিচয় বেচবে কি? আপনার লোগো দেখে কি আপনার প্রোডাক্ট চেনা যায়?? আপনার ট্যাগলাইন কি আমাকে আকর্ষণ করার ক্ষমতা রাখে??? আপনার ট্যাগলাইন, আপনার উদ্যোগের নাম কতজন চেনেন? উদ্যোগের নাম খুব বড়, উচ্চারণ করতে আরাম লাগেনা- তাহলে ব্র‍্যান্ডিং হবে কিভাবে?

আমরা হিউম্যান সাইকোলজি একটা সিস্টেমে সহজে ভরসা করি। যে উদ্যোক্তা এফ কমার্সে লক্ষ লক্ষ টাকা বানাচ্ছেন তার পক্ষে কি একটা ওয়েবসাইট মেইনটেইন করা সম্ভব নয়?? ডেলিভারি ট্র‍্যাক আপডেট দিলে কি আরো একটু ভরসা জেতা যায়না? ফেসবুক বুস্টিং করেন, কিন্তু বেচাকেনা টা কি ই-কমার্স সাইটের সিস্টেম দিয়ে করা যায়না?

আমি সাজগোজে কেনাকাটা করে আরাম পাই। তাদের পুরো ডেলিভারি সিস্টেমটা সুন্দর। একবার ওয়েবসাইট কিংবা এপ দিয়ে অর্ডার করার পর আবার ফোন দিয়ে কনফার্ম করে এবং ইমেইল মেসেজে আপনার প্রোডাক্ট ডেলিভারি স্ট্যাটাস আপডেট দিতে থাকে৷ এগুলোতে কাস্টমারের ভরসার জায়গা টা তৈরী হয়। শুধুমাত্র এফ-কমার্সে ভর করে ব্র‍্যান্ড হবেনা নিশ্চই।

একজন কাস্টমার দিনের ২৪ ঘন্টা ফেসবুকে থাকেননা, তিনি কখনো নিউজপেপারে, কখনো টিভি চ্যানেলে, কখনো ইউটিউবে আবার কখনো পপুলার ওয়েব কন্টেন্ট ঘাটাঘাটি করেন। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড- ব্রান্ড তো এই নীতিতে তৈরী হয় তাইনা?? দিনের ২৪ঘন্টা ক্লায়েন্টের চোখের সামনে থাকতে হলে টার্গেট অডিয়েন্স সারাদিন কি করেন এই বিষয়ে স্পাইগিরি করতে জানতে হয় একজন উদ্যোক্তার।

ব্রান্ডিং এর জন্য আলাদা ইনভেস্টমেন্ট লাগবে। নতুন নতুন রাস্তা খুজতে হবে। সিগনেচার মুভ উদ্যোগে থাকলে তবেই তো ব্র‍্যান্ড তৈরী হবে। শুধুমাত্র মার্কেটিং একটা ব্র‍্যান্ড তৈরী করতে পারেনা এট লিস্ট এটুকু আমরা সবাই জানি।

আমাদের একটা নতুন কোহর্ট তৈরী হয়েছে যেখানে ৩৭ জন নারী উদ্যোক্তা আছেন। আমার কাছে উদ্যোক্তারা সবসময় একটা আশ্চর্যের জায়গা। একটা চাকরি করে নিজের লাইফের রিস্ক সামলাতে পারিনা, এই নারীরা আরো কত কত মানুষের লাইফের রিস্কের দায়িত্ব নিয়ে উদ্যোগ চালাচ্ছেন। তাদের এই পথচলায় আমরা একটুখানি সাহস জোগাতে চাই৷

Shakhira Afroz Deepa

Rod,Cement,Bricks & Shop/Dokan Management Software

আপনি কি রড,সিমেন্ট,ব্রিক ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরির কথা ভাবছেন?

এই সফটওয়্যার দিয়ে সহজেই আপনার প্রতিষ্ঠানের সকল প্রকার হিসাব নিকাশ এর তথ্য রাখতে পারবেন।
সফটওয়্যার টি অনলাইন ভিত্তিক হওয়ায় পৃথিবীর যে কোন জায়গায় বসে পরিচালনা করা সম্ভব।

এছাড়াও আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করে থাকি।

সফটওয়্যারে যা যা থাকবেঃ

** ইউজার ফ্রেন্ডলি কন্ট্রোল প্যানেল ।
** ডাইনামিক একটি এডমিন প্যানেল থাকবে, যে কেউ এই প্যানেল এ কাজ করতে পারবে ।
** কাস্টম ডিজাইন
** প্রোডাক্ট আপলোড,এডিট,ডিলিট করা যাবে ।
** ডাইনামিক গ্যালারী পেজ
** সাধারণ এস,ই,ও করা থাকবে ।
** ফেসবুক, টুইটার, লিংকইন্ড, ইউটিউব, গুগল প্লাস ইত্যাদিতে ইন্টিগ্রেশন করা থাকবে ।
** মোবাইল, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ রেস্পন্সিভ ডিজাইন ।
** বিজনেস ম্যাপ ইন্টিগ্রেশন
** সিকিউরিটি সিস্টেম

বিস্তারিত জানতে
Call & WhatsApp : 01935900933 , 01712007676
www.uttarainfotech.com

How to increase sell – Social Media Marketing Strategy – কিভাবে বিক্রি বাড়াবেন

এখন থেকে সেল পোস্ট ছাড়াই হবে সেল!

আসলে কি এটাও সম্ভব?
বিশ্বাস হচ্ছে না তাইতো?

আরে ভাই সত্যি বলছি, অবশ্যই সম্ভব!
হ্যাঁ, অবশ্যই সম্ভব!
সেই কথাই বলছি,
তাহলে এখন একটু নড়েচড়ে বসে মনোযোগ দিন!

এতো এতো সেল পোস্ট সেল দিচ্ছেন তবু সেল বাড়ছে না?

কি করবেন ভেবে পাচ্ছেন না?

তাহলে এই লেখাটা আপনার জন্য!

পেইজে কিংবা গ্রুপে একের পর এক সেল পোস্ট দিয়েই যাচ্ছেন, কিন্তু খুবই কম সেল, পোস্ট সেভাবে রিচও হয় না?

কারণটা হলো সরাসরি সেল পোস্ট এখন সাধারণ একটি মার্কেটিং ম্যাথড, যার কারণে তা মানুষকে আর সেভাবে আকৃষ্ট করে না!

তাহলে উপায়?
হ্যাঁ, সেই কথাই বলছি, উপায় আছে!
আর তা হলো, সুন্দর কন্টেট! আধুনিক বিজনেসে একটি ভালো কন্টেন্টকে বিজনেসের প্রাণ বলা হয়!

কিন্তু কেমন হওয়া উচিত সেই কন্টেন্ট, তার উপরই আজকের আলোচনা!

আসলে আদর্শ কন্টেন্ট হলো সেটাই যা দিয়ে আপনি আপনার পণ্যের প্রচার কিংবা সেল পোস্ট দিলেন ঠিকই, কিন্তু পাঠক পড়ার সময় তা বুঝতেই পারলো না! ট্রিকসটা এখানেই, পাঠক পড়ার পর বুঝতে পারবে আপনি আপনার পণ্যেকে তার সামনে তুলে ধরলেন, অথচ পাঠকের মনে একটুও বিরক্তি আসলো না। বরং তিনি তৃপ্তই হলেন!

আপনার কন্টেন্ট যেমন হওয়া উচিত-

আপনার কনটেন্ট যেন শুধু উপকার বা মানুষকে তথ্য জানানোর জন্যই যাতে হয়, সেটা মাথায় রাখবেন।

কোন ভাবেই যাতে মনে না হয় যে, এটা দিয়ে আপনি সেল এর লক্ষ্য রাখছেন।
সেলের জন্য পোস্ট লিখছেন, এটা ক্রেতা টের পেলেই আর কিনতে চাইবে না।

তাহলে কিভাবে কনটেন্ট লিখব?
সেল পোস্ট এর ধরন কিন্তু অন্য রকম হয়।
কিন্তু আপনি যদি ইনফরমেশন টাইপ কনটেন্ট এর ভেতরে সেল পোস্টের মিশ্রন ঘটান, তাহলে কনটেন্ট এর মূল উদ্দেশ্যই হবে ব্যাহত।

যেমন ধরেন, আপনি পন্য নিয়ে কোন বৈশিষ্ট্য লিখছেন।
এমন ভাবে লিখবেন, যাতে করে মনে হয় যে, আপনি সেই বিষয়ে অনেক দক্ষ এবং অনেক জেনে তারপর লিখছেন।
এমন ভাবে উপস্থাপন করে তুলে ধরবেন, যাতে সামান্যতম ও না বুঝা যায় যে, আপনি সেল চাচ্ছেন।

চেষ্টা করবেন, পোস্টের মাধ্যমে মানুষকে কিছু শেখাতে।
নিজে যা জানেন, অভিজ্ঞতার আলোকে হোক বা জ্ঞানের আলোকে হোক, সেটাই তুলে ধরুন।

শেষ, আর কিছু আপনাকে করতে হবে না।
বাকিটা মানুষ নিজ থেকে করবে।

সহজ ভাবে বলতে গেলে, পোস্টে আপনি যত বেশী পারেন তথ্য দিন। এটা দরকার, কেন দরকার, কিভাবে উপকার পাবেন, এই গুলি বলেন।
তাহলেই মানুষ প্রথমে ভালো কিছু জানতে পারল। এর পড়ে বিস্তারিত জানার জন্য নিজ থেকে আপনাকে নক করবে। নক করলে কি বলবেন? ভাই/আপু, নিয়ে নেন, অনেক ভালো পন্য আমার। এভাবে বলবেন?
না। শুধু যে বিষয়ে ক্রেতা জিজ্ঞেস করবেন, শুধু সেটার উত্তর দিবেন। এর বাইরে কিছু বলবেন না।

তাহলে চলুন,
লিখে ফেলুন আপনার আদর্শ কন্টেন্টটি!

আর নিজে লিখতে না পারলে যোগাযোগ করতে পারেন একজন ভালো কন্টেন্ট রাইটারের সাথে!

🍀নোট: এই যে উপরের লেখায়/কন্টেন্ট-এ আমি কিন্তু আমার নিজের পোস্ট দিলাম, আপনারা কিন্তু টেরও পেলেন না! হি হি হি!😊

ধন্যবাদ
ভালো থাকুন ভালো রাখুন!

Courier Services Management

আপনি কি কুরিয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরির কথা ভাবছেন ?
আপনাদের যেকোন প্রকার কুরিয়ার, কার্গো, লজিস্টিক শিপিং বা ফ্রেট ফার্মের জন্য কুরিয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার সরবরাহ করতে প্রস্তুত। আমাদের কুরিয়ার এবং লজিস্টিক সফ্টওয়্যারগুলি আপনাকে আপনার ক্লায়েন্টদের সাথে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহের ৭ দিন যোগাযোগ করার সুবিধা দিবে।কুরিয়ারগুলির জন্য সম্পূর্ণ ইন্টারনেট ট্র্যাকিং সমাধান।
কুরিয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার, কুরিয়ার ব্যবসার জন্য বিশেষভাবে তৈরি একটি সহজে ব্যবহারযোগ্য কুরিয়ার সফ্টওয়্যার সমাধান, যা সরবরাহ গতি বৃদ্ধিতে সহায়তা করবে।
আমাদের কুরিয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার হল একটি সহজেই ব্যবহারযোগ্য সফটওয়্যার সলিউশন।

আমাদের সব ধরনের আপডেটেড ফিচারগুলো হচ্ছে:
• রিয়েল-টাইম ট্র্যাকিং সিস্টেম
• বারকোড স্ক্যানিং
• ওটিপি কোড প্রেরণ
• এসএমএস ইন্টিগরেশন
• ইমেল ইন্টিগরেশন
কুরিয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়্যার মডিউল এবং বৈশিষ্ট্য :
• ওয়েবসাইট
• ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল
• মারচেন্ট নিবন্ধন
• গ্রাহক নিবন্ধকরণ
• অ্যাডমিন প্যানেল
• হাব / এজেন্ট / সাব এজেন্ট / শাখা প্যানেল
• অপারেশন প্যানেল
• অ্যাকাউন্ট প্যানেল
• মারচেন্ট প্যানেল
• গ্রাহক প্যানেল
• রাইডার প্যানেল
• ওয়্যারহাউজ জেলা
• ওয়্যারহাউজ বিভাগ
• যানবাহন পরিচালনা
• কিউআর কোড জেনারেট
• বারকোড জেনারেট
• SMS API ইন্টিগ্রেশন এবং OTP বিজ্ঞপ্তি পাঠানো
• ইমেইল এপিআই ইন্টিগরেশন
• পার্সেল অর্ডার ট্র্যাকিং।
কুরিয়ার সার্ভিস অ্যাপস:
• মারচেন্ট অ্যাপসও
• রাইডার অ্যাপস
বিশ্বের যে কোন প্রান্ত থেকে আমাদের সকল সফটওয়্যার মোবাইল ফোন, ট্যাব, অ্যান্ড্রয়ডে সেট বা ল্যাপটপে ব্যবহার করা যায়।
বিস্তারিত জানতে
Call & WhatsApp : 01935900933 , 01712007676
www.uttarainfotech.com

Email Incoming & Outgoing Solution – কর্পোরেট ইমেইল সার্ভিসে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান “Uttara Info Tech “

কর্পোরেট ইমেইল সার্ভিসে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান “Uttara Info Tech “
কর্পোরেট কোম্পানীগুলোর বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে “Uttara Info Tech” দিচ্ছে বিশ্বমানের হোস্টিং সার্ভিস। আপনি চাইলে যে কোন সময় যে কোন স্থান থেকে ফোন কলের মাধ্যমে বা সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে নিতে পারেন আপনার কোম্পানীর জন্য হোস্টিং সেবা। “Uttara Info Tech” আপনাকে সর্বোচ্চ্য সেবা দিতে অঙ্গীকারবদ্ধ।
যে সকল সুবিধা সমূহ আপনি “Uttara Info Tech” থেকে পাচ্ছেন :-
=> স্পামফ্রি ইমেইল সার্ভার
=> এসএমটিপি সংযুক্ত
=> রিলেয়াবল ইমেইল ডেলিভারি
=> আউটগোয়িং স্পাম ফিল্টারিং সুবিধা
=> অটোমেটিক ডাটা ব্যাক-আপ সিস্টেম
=> সি-প্যানেল কন্ট্রোল
=> ৯৯.৯% সার্ভার আপটাইম গ্যারান্টি
=> এসএসএল সার্টিফিকেট
=> প্রোটেক্টেড এন্টাপ্রাইজ এসএসডি সার্ভার
=> ডাটা ট্রান্সফার সুবিধা
=> ওয়ান ক্লিক ইন্সস্টলেশন সুবিধা
=> আনলিমিটেড ইমেইল সুবিধা
যে সকল সেবা সমূহ আপনি “Uttara Info Tech” থেকে পাবেন
=> ডোমেইন রেজিষ্ট্রেশন
=> ওয়েব হোস্টিং
=> ওয়েব ডেভেলপমেন্ট
=> সফটওয়্যার ডেভেলপমেন্ট
=> ফেসবুক মার্কেটিং
=> এসইও
=> ব্র্যান্ড এসএমএস মার্কেটিং
আপনার যে কোন সাহায্য ও সহযোগীতার জন্য যোগাযোগ করুন।
হ্যালো : 01935900933 , 01712007676

Machinery Website List

OUR MAJOR CLIENTS IN MACHINERY SECTOR’S:

www.westpacifictrade.com

www.necproduct.com

www.zmzassociates.com

www.multibizmachinery.com

www.visiontexbd.net

www.ptel.com.bd

www.seatouchgc.com

www.aaelbd.com

www.gsminstruments.com

www.factomartbd.com

www.radium.com.bd

www.arscorporationbd.com

www.demo.runningtigerbd.com

Ecommerce Website Design List

Fashion, Clothing & Accessories eCommerce Website List:

www.ladiesmarket.com.bd
www.demo.ruapbazar.com
www.fashionpalli.com
www.j2gmart.com
www.aladinkids.com
www.supersellbd.com
www.seasonsbd.com
www.demo.auroraclothings.com
www.jomider.com
www.ecom.projects.uttarainfotech.com
www.italy2.websitedesignbd.com
www.ecommerce.demo.sharirbazar.com

Grocery & Agro Shop / Bazar eCommerce Website List:

www.matribazar.com
www.jomider.com
www.alltrade.web.uttarainfotech.com
www.mun-bd.com
www.ecomtemp.projects.uttarainfotech.com
www.ecomv3.projects.uttarainfotech.com

Machinery & Tools eCommerce Website List:

www.visiontexbd.com
www.electronicsbazar.com.bd
www.necproduct.com

Handy Crafts & Others eCommerce Website List:

www.finefairbd.com
www.ecovalleybd.com

Furniture eCommerce Site List:

www.desingmit.demo.uttarahosting.com

Medicine & Pharmaceutical Accessories 

http://drugnhealth.demo.uttarahosting.com

 

Pls visit this link to see our-  eCommerce Website Development Cost / Packages

Freelancing Outsourcing Free Seminar on Search Engine Optimization (SEO) & Affiliate Marketing

==== ফ্রিল্যান্সিং- ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রি সেমিনার ====

আউটসোর্সিং কাজে সার্চ ইঞ্জিন মার্কেটিং (এসইও) এর চাহিদা সম্পর্কে অনেকেই অবগত নন। ফ্রীল্যান্সিং কাজে এসইও যে কতটা সফল তা জানাতেই আমাদের এই আয়োজন। গুগল সার্চ ইঞ্জিন এর প্রথম পাতায় নিজের প্রতিষ্ঠানের নামটি ধরে রাখতে হাজার হাজার ডলার মার্কেটিং এর উপর খরচ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন ব্রান্ড কোম্পানিগুলি। কারন মার্কেটিং’ই প্রতিটি কোম্পানির প্রাণ। আর এই প্রাণকে বাঁচিয়ে রাখতে প্রতি নিয়তই বাড়ছে অনলাইন মার্কেটিং এর চাহিদা। এই সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তেই উত্তরা ইনফোটক আয়োজন করতে যাচ্ছে এসইও/ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রি সেমিনার।

আগামী ২৭ জূলাই ফ্রীল্যান্সিং (এসইও) এর উপর একটি ফ্রি সেমিনার আয়োজন করা হচ্ছে। বেকার যুব সমাজকে আয় করার উপযোগী ও নারীদেরকে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

বাংলাদেশ এর প্রায় ৩ লক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন।

শুধুমাত্র সঠিক গাইডলাইন এর অভাবে আয় করতে না পেরে অনেকেই কাজ জানা স্বত্তেও বেকার জীবন যাপন করছেন। তাই ফ্রিল্যান্সিং আপনার জন্য হতে পারে একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। একটি ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ নিয়ে খুব কম সময়ে ঘরে বসেই অনলাইনে আয় করতে পারেন।

যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাদের কথা চিন্তা করেই আমাদের এই ফ্রি সেমিনার।

এই কর্মশালায় যে সকল বিষয় এর উপর বিশেষ গুরুত্ত দেয়া হয়েছেঃ
১। ফ্রিল্যান্সিং কি ?
২। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ?
৩। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ?
৪। এসইও কি ?
৪। ফ্রিল্যান্সিং এ এসইও এর ভূমিকা ?
৫। এসইও শিখবেন কিভাবে ?
৬| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এসইও এর চাহিদা কেমন ?
৭। কিভাবে এসইও এর কাজ করে মাসে ২০,০০০/- হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করা যায় ।

সেমিনারটি সম্পূর্ণ ফ্রি এবং সকলের জন্য উম্মুক্ত।

সেমিনার এর তারিখঃ – ২৭ জূলাই, ২০১৮, শুক্রবার
সময়ঃ- বিকাল ৫ টা – ৭ টা
আসন সংখ্যা: ৫০টি, কোন রেজিস্ট্রেশন ফি লাগবে না।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৭ জূলাই ২০১৮

রেজিস্ট্রেশন করুনঃ- https://goo.gl/forms/Vre2xz7vyOkAYIom1

গ্রুপ লিংক : www.facebook.com/groups/uttarafreelancing
পেইজ লিংক : www.facebook.com/bdfreelancingtraining

আমাদের অফিসের ঠিকানা_

৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৯৭০ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে: www.onlinefreelancingtraining.com

Best Web Development Training Center in Uttara

কোর্স শুরু : ১০/১০/২০১৭ ইং

ভর্তি চলবে :০৯/১০/২০১৭ইং পর্যন্ত

ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে কাজ শুরু করতে চাইলে সর্ব প্রথম প্রয়োজন সংশ্লিষ্ঠ বিষয়ে দক্ষতা, তাহলে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করা সম্ভব। এজন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আর প্রশিক্ষণ নেওয়ার আগে আপনাকে জানতে হবে কোন কোন কাজ অনলাইনে পাওয়া যায়, সেগুলো থেকে আপনাকে আপনার যোগ্যতা ও পছন্দের ফিল্ড বেঁছে নিতে হবে, কি কি জানতে হবে, ঐ ফিল্ডের ভবিষ্যৎ কি!

আপনার যদি আঁকাআঁকি ভালো লাগে/ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন। আবার আপনার যদি গ্রাফিক্স ডিজাইনের বেসিক নলেজ থাকে তাহলে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারেন।

এছাড়াও আপনি ওয়েব ডেভেলপমেন্ট এবং সিএমএস ভিত্তিক কোর্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে পারেন। ফ্রিল্যান্সিং পেশায় আসতে হলে আপনাকে যেকোন একটি ফিল্ডে দক্ষতা অর্জন করতে হবে। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাইলে কমিউনিকেশনে হতে হবে পার্ফেক্ট, এক্ষেত্রে ইংরেজির দক্ষতাও লাগবে। ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতে শতাধিক ধরণের কাজ রয়েছে, পছন্দমতো যেকোনো একটিকে বেঁছে নিতে হবে আপনাকে।

আর ক্যারিয়ারের ফিল্ড পছন্দের ক্ষেত্রে ঐ কাজের প্রতি আপনার আকর্ষন আছে কিনা, ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন কিনা, ভবিষ্যৎ কেমন হতে পারে এরকম সংশ্লিষ্ঠ কিছু বিষয় বিবেচনায় আনতে হবে। সিদ্ধান্তে আসারপর শুরু হবে মূল কাজ, স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রিসোর্স থেকে শেখা যেতে পারে। অনলাইন রিসোর্স গুলো স্টেপ বাই স্টেপ পাওয়া যায়না বিধায় নতুনরা তেমন একটা সুবিধা করতে পারে না। ভালোভাবে শিখতে হলে কিংবা দ্রুত সফল হতে হলে এই সেক্টরে যারা সফল তাদের গাইডলাইন নেওয়া প্রয়োজন। যেহেতু ব্যক্তিগতভাবে ফ্রিল্যান্সারা বেশি সময় দিতে পারেন না।

তাই যেসব ফ্রিল্যান্সারা প্রশিক্ষণ দেন তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন। ভালোভাবে কাজ শেখা হয়ে গেলে অনলাইন মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, ৯৯ডিজাইন এই ধরণের জনপ্রিয় সাইটগুলোতে কাজ করতে পারেন।ফ্রিল্যান্সিং এ সফলতা পেতে হলে কাজ জানার পাশাপাশি আপনাকে হতে হবে পরিশ্রমী, আত্মবিশ্বাসী,ধৈর্যশীল এবং সবেচেয়ে বড় বিষয় হচ্ছে সময়ের কাজ সময়ে করার মত মন মানুষিকতার গুণ।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা

উত্তরা ইনফোটেক

বিএনএস সেন্টার, (৬ষ্ঠ তলা),

রুম নং- ৬১০/এ, এবং ৬১৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

ফোনঃ ০১৯৭০ ৯০০ ৯৩৩

আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
www.uit.com.bd, www.uttarainfotech.com

Search Engine Optimization

কোর্স শুরু :২৪ /০৯/২০১৭ ইং

ভর্তি চলবে :২৩ /০৯/২০১৭ ইং পর্যন্ত

বিশ্বের প্রচুর ছেলে ও মেয়ে আউটসোর্সিং এর কাজ করে আত্ম-নির্ভরশীল হয়ে তাদের সফল ক্যারিয়ার গড়ে তুলছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে অসংখ্য কাজ প্রতিনিয়ত কাজ দেয়া হচ্ছে। আর প্রতিদিন অসংখ্য এসইও’র কাজ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে জমা হচ্ছে। এসইও’র চাহিদা সবসময়ই থাকবে।

Search Engine Optimization কে সংক্ষেপে SEO বলে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটা পন্থা যার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনার সাইটকে সকলের কাছে পরিচয় করে তুলতে পারেন।

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই প্রায় সার্চ ইঞ্জিন এর সাথে পরিচিত। ইন্টারনেট এর সার্চ ইঞ্জিন গুলো হচ্ছে google, yahoo, bing ইত্যাদি। Google হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন । ইন্টারনেটে আমরা যখন কোন কিছু সম্পর্কে জানতে চাই তখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি। যেমন আপনি যদি 2014 সালের Dhaka Board এর S,S,C Result জানতে চান তাহলে হয়তো গুগলে গিয়ে সার্চ বক্সে লিখবেন “Result of S,S,C 2014 Dhaka Board”। এর পর সার্চ দিলে কিছুক্ষণ পর দেখবেন Dhaka Board 2014 সালের S,S,C result এর ওয়েব সাইটের লিংক আপনার সামনে চলে আসবে । এক কথায় ইন্টারনেটে কোন কিছু সার্চ করে বের করার জন্য যে Brouser গুলো ব্যবহার করি তাই সার্চ ইঞ্জিন ।

আপনার একটি হস্থ শিল্পের এক্সপোর্ট ব্যবসা আছে। আপনার বেশির ভাগ ক্রেতা ধরুন ইউরোপ এবং অ্যামেরিকা মহাদেশের। ইউরোপ এবং অ্যামেরিকা মহাদেশের বেশির ভাগ মানুষ গুগল বা বিং ব্যবহার করে থাকে। ঐ সব দেশের লোকজন যখন “Handcrafted Beauty Exporters from Bangladesh” লিখে সার্চ দেয়। তারা সার্চ দেবার পর যদি আপনার সাইট খুজে পায়, তাহলে আপনার কাছে কিছু অর্ডার চলে আসতে পারেন। তা না হলে, এসব ক্রেতাদের সাথে আপনার যোগাযোগ কখনই সম্ভব হতো না। “Handcrafted Beauty Exporters from Bangladesh” হচ্ছে কিওয়ার্ড, যা দিয়ে ক্রেতারা সার্চ ইঞ্জিনে সার্চ করছে। আর এই কিওয়ার্ডের জন্য আপনার সাইটকে গুগল বা বিং-এ প্রথম পাতায় আনার জন্য কতগুলো কৌশল অবলম্বন করতে হয়। আর সে সব কৌশলকে বা কাজগুলোকে সার্চ ইঞ্জিন অপ্টিমাজেশন বা সংক্ষেপে SEO বলে।

একটি ওয়েব সাইট এর ভিজিটর বাড়ানোর মূলে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এর গুরুত্ব । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (SEO) উদ্দেশ্য গুলোর মধ্যে যে সব উদ্দেশ্য প্রধান সে গুলো হচ্ছে :

০১। SEO করার মাধ্যমে সাইটের ভিজিটর বৃদ্ধি করা।
০২। ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা।
০৩। SEO করার মাধ্যমে আপনার সাইটকে সকলের কাছে সহজে পোঁছে দিতে পারবেন।
০৪। অনলাইন আয় করার প্লাটফর্ম হিসাবে কাজ করে।

যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সমস্ত বিষয় গুলো ভালো করে শিখতে পারেন। তাহলে আপনিও ভাল আয় করতে পারেন এবং SEO কে পেশা হিসেবে নিয়ে ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা

উত্তরা ইনফোটেক

প্রধান কার্যালয়ঃ
বিএনএস সেন্টার, (৬ষ্ঠ তলা), রুম নং- ৬১০/এ, এবং ৬১৪, উত্তরা, ঢাকা-১২৩০।

ফোনঃ ০১৯৭০ ৯০০ ৯৩৩ (উত্তরা)।

গাজীপুর ব্রাঞ্চঃ
নন্দী ভবন – (৩য় তলা),কোনাবাড়ী রোড, চান্দনা চৌরাস্তা, গাজীপুর।

ফোনঃ ০১৯৭৩ ৯০০ ৯৩৩ (গাজীপুর)।

আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
www.uit.com.bd, www.uttarainfotech.com