ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এ ভর্তি চলছে

ওয়েব ডিজাইনার হতে চাইলে তাকে যে সিএসই ব্যাকগ্রাউন্ড হতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই, এমন অনেক ডিজাইনার রয়েছেন যারা আত্ম প্রণোদিত হয়ে ডিজাইন ও প্রোগ্রামিং স্কীল শিখে এই পেশায় এসেছেন।

একজন ওয়েবসাইট ডিজাইনার কে ডিজাইন এর পাশাপাশি টেকনোলজি নিয়েও আগ্রহী হতে হয়, তাছাড়াও কিছু বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাও আবশ্যক বিশেষ করে এইচটিএমএল ও সিএসএস।

এছাড়াও ধারণা রাখা যেতে পারে এমন কয়েকটি বিষয় হচ্ছেঃ

• জাভা স্ক্রিপ্ট
• জেকুয়েরি
• পিএইচপি
• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
• ইউজার ইন্টারফেস (ইউ/আই) ডিজাইন ইত্যাদি

ওয়েবডিজাইন কে ওয়েবসাইট বানাবার কলা বা শিল্প বলেও অভিহিত করা হয়। কারন আপনার ওয়েবসাইট ডিজাইন নির্ধারণ করবে ভিজিটর ও ট্রাফিক, ডিজাইন আকর্ষণীয় হলে ট্রাফিক বাড়বে না হয় কমবে।

বর্তমানে সাইবার স্পেসে শত শত মিলিয়ন ওয়েবসাইট রয়েছে যার সংখ্যা প্রতি মাসে বাড়ছে। একজন ওয়েব ডিজাইনারের দায়িত্ব থাকে পুরো ওয়েবসাইটের লে-অাউট, কালার স্কীম প্রভৃতির। ওয়েবসাইটটি শুধু দৃষ্টিনন্দন হলেই হবে না তা যেন ইউজার ফ্রেন্ডলি হয় সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে। ভিজিটররা যেন খুব সহজে নেভিগেট করতে পারে।

ওয়েবসাইট ডিজাইনারকে ওয়েবসাইট র্যাঙ্কিং এর বিষয়টাও মাথায় রাখতে হয় । এমনকি সাইটের কোথায় অ্যাড বসানো যাবে তাও একজন ওয়েব ডিজাইনার সবচেয়ে ভালো বলতে পারবে।একজন ওয়েব ডিজাইনারকে ওয়েব ডিজাইনের কিছু নির্দিষ্ট ফ্যাক্টর জানতে হয় যার মধ্যে রয়েছে-

• স্ক্রীন রেজ্যুলিউসন
• ইমেজ কম্প্রেসন
• ইউজেবিলিটি
• অ্যাক্সেসিবিলিটি
• ওয়েবসাইট আর্কিটেকচার

একজন ওয়েব ডিজাইনার কে ওয়েব ডেভেলপমেন্ট টিম এর অংশ হয়ে কাজ করতে হয় । সে একজন ফ্রীল্যান্সার হিসেবেও কাজ করতে পারে, এর জন্য তার মাঝে কিছু দক্ষতার সমন্বয় ঘটাতে হয়। এগুলোর মধ্যে রয়েছেঃ-

• ভালো যোগাযোগ দক্ষতা
• কল্পনা শক্তি
• ডিজাইন টুলে পারদর্শিতা।
• নানা ধরনের ডক ফাইল( ব্রসিউর,স্লাইড, প্রিন্ট অ্যাড ইত্যাদি) কে মাল্টিমিডিয়াতে রূপান্তরিত করা।
• পাবলিশিং টুল ও ট্রাবলসুটিং সম্পর্কে ভালো ধারনা থাকা।
• ব্রোকেন ও এক্সপায়ার্ড হাইপারলিঙ্ক খুঁজে বের করার দক্ষতা।

আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ শুরু হবে ০১ /০৮/ ২০১৭ ক্লাশ হবে সপ্তাহে ০৩ দিন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। ৩ মাসের প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ১২,৫০০/-.টাকা।

যোগাযোগ:
উত্তরা- ০১৯৭০ ৯০০ ৯৩৩, ০১৬১১ ৯০০ ৯৩৩
গাজীপুর- ০১৯৭৩ ৯০০ ৯৩৩
www.uttarainfotech.com

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *