ফ্রিল্যান্সার কাজ শিখুন ঘরে বসে আয় করুন.

 

15284160_615382148646030_6770066621230128559_n

 

বর্তমানে ফ্রিল্যান্সিং/আউটসোরসিং এর নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছেন। আমরা সবাই জানি বর্তমান প্রতিযোগিতার এই যুগে চাকরীর বাজার কতোটা কঠিন।
লাখ লাখ বেকার ছেলে-মেয়ে স্নাতক/স্নাতকত্তর ডিগ্রি শেষ করে চাকরীর আশায় বসে আছেন কিন্তু চাকরী পাচ্ছেন না। এই অস্থিতিশীল চাকরীর বাজারে রেসের ঘোড়ার মত না দৌড়িয়ে বর্তমান তরুণ প্রজন্ম বেছে নিয়েছে ফ্রিল্যান্সারকে তাদের পেশা হিসেবে।
আমাদের দেশের হাজার হাজার ছেলে-মেয়ে এখন এই মুক্ত পেশার সাথে জড়িত। এই মুক্ত পেশার মাধ্যমে তারা হচ্ছেন সচ্ছল, পূরণ করছেন তাদের মৌলিক চাহিদা, অর্থনৈতিক ভাবে হচ্ছেন স্বাবলম্বী। দেশি বিদেশী নামকরা প্রতিষ্ঠানে করছেন সন্মানজনক বেতনের চাকরি, আবার কেউ কেউ দিয়েছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান।
প্রথমেই জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং/আউটসোরসিং কি?
ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটি মুক্ত পেশা যার মাধ্যমে একজন মানুষ স্বাধীনভাবে তার কাজ গুলো করতে পারে। আউটসোরসিং কে সোজা বাংলা ভাষায় বলতে গেলে বলতে হয়, কোনো শ্রম বা মেধাকে কাজে লাগিয়ে সেবা বা পণ্য বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা।
আপনি কি পারবেন একজন সফল ফ্রিল্যান্সার হতে?
অবশ্যই!!! আপনার যদি ইচ্ছাশক্তি, মনোবল থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন। দরকার শুধু সঠিক গাইডলাইন। সঠিক গাইডলাইনের অভাবে অনেকের ফ্রিল্যান্সিং জীবন শুরুর আগেই শেষ হয়ে যায়। আবার অনেকে শুরুর পর ঝরে যায়। আপনাদের সঠিক গাইডলাইন এবং ফ্রিল্যান্সিং বাজার গুলোর জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য অন্যতম উওরা ইনফোটেক।
প্রফেশনাল গ্রাফিক ডিজাইনঃ
গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা সৃজনশীল প্রক্রিয়া যেটি আমরা আমাদের চারপাশেই প্রতিনিয়ত দেখতে পাই। আমাদের ব্যবহৃত মোবাইল ফোন, ফোনের অ্যাপ্লিকেশান এর ইন্টারফেস থেকে শুরু করে আমাদের আধুনিক ডিজাইনের কাপড়, বই, ম্যাগাজিন, ওয়েবসাইট ইত্যাদি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে গ্রাফিক ডিজাইনের ছোঁয়া নেই! বর্তমানে এইটার চাহিদা বলতে গেলে আকাশ ছোঁয়া। অনলাইন মার্কেটপ্লেসে একজন গ্রাফিক ডিজাইনারের চাহিদা অনেক। যে কোনো প্রোডাক্টের ইন্টারফেস ডিজাইনের জন্য গ্রাফিক ডিজাইনারের বিকল্প নেই। আমাদের দেশের অনেক ছেলে-মেয়ে তাদের করা ডিজাইন দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে অনলাইন মার্কেটপ্লেস এবং আয় করছে হাজার হাজার, লাখ লাখ টাকা। বর্তমানে আমাদের দেশেও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার একটি অপরিহার্য এবং সন্মানজনক পদ। তাই এইটার কাজের ক্ষেত্র যে কত বেশি তা বুঝতেই পারছেন।
কিন্তু সৃজনশীল প্রতিভা থাকার পরেও অনেকেই মাঝ পথে হারিয়ে যাচ্ছেন অথবা কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না। তাই আমরা দক্ষ সৃজনশীল গ্রাফিক ডিজাইনার তৈরি করার লক্ষে আমাদের এই কর্মশালা। আমাদের উন্নত প্রশিক্ষন এবং সুপরিকল্পিত গাইডলাইনই পারে আপনাকে আপনার লক্ষে পৌছে দিতে। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এবং ভর্তি হয়ে যান এই কোর্সে এবং হয়ে যান একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিঙ্কেhttps://www.facebook.com/freelancingtrainingingazipur/ ,

আমাদের অফিসের ঠিকানা:
নন্দীভবন – (৩য়তলা),
(ইসলামীব্যাংকসংলগ্ন, গাজীপুরইঞ্জিনিয়ারিংইনষ্টিটিউটএরপাশের বিল্ডিং),
চন্দনাচৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো :০১৯৭৩৯০০৯৩৩,০১৯৭০৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uit.com.bd
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/uttarainfotech/ ,
https://www.facebook.com/freelancingtrainingingazipur/ ,
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/watch
ইমেইলঃ admin@uit.com.bd
ভাল লাগলে বন্ধুদেরকে জানিয়ে দিতে শেয়ার করে দিন এখুনি। ফ্রিল্যান্সিং এ আমাদের ফলো করবেন আশা করি ।

ফ্রিল্যান্সিং সফল ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রত্যেকের জন্য,,,

 

15033741_215521982216249_2041343996_nআর মাত্র ৬ টি সিট ফাঁকা আছে। ব্যাচঃ-৫৩(রবি,মঙ্গল এবং বৃহঃ)
.
আপনারা যারা এখনও অ্যাডমিশন নেন নি তারা ওতি সত্তর চলে আসুন। আসন সংখ্যা সীমিত। তাই দ্রুত আপনার আসনটি বুঝে নিতে যোগাযোগ করুনঃ০১৯৭৩৯০০৯৩৩ অথবা ০১৯৭০৯০০৯৩৩
.
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত(১৫)।
.
আগামী ২০ নভেম্বর, ২০১৬ তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের “প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষন” ব্যাচঃ-৫৩

.
মোট প্রশিক্ষন ফি: ১২,৫০০ টাকা।
ভর্তির শেষ তারিখঃ ১৯.১১.২০১৬ ( ১৯ নভেম্বর ২০১৬ )
.
উওরা ইনফোটেক আয়োজন করেছে ৩ মাসব্যাপী অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষন। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণটিতে এইচটিএমএল , সিএসএস, এইচটিএমএল ৫, সিএসএস ৩, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি, পিএসডি টু এইচটিএমএল ৫- সিএসএস ৩ , প্রফেশনাল পিএইছপি, আপওয়ার্ক ,  , পিপল পার আওয়ার, বিডিং টেকনিক। এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে দক্ষ হাতে কলমে শেখানো সহ পূর্ণ সার্টিফাইড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখানো হবে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে রিয়েল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে শিখুন এবং নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ হিসেবে নিশ্চিত করুন।
.
প্রতিটি ক্লাসে রেকর্ডকরা প্রয়োজনীয় ক্লাস ভিডিও এবং ক্লাস সংক্রান্ত রিসোর্স দিয়ে দেওয়া হবে।  যা আপনাকে রিয়েল লাইফ এ প্রফেশনাল হিসেবে তৈরি করবে ।
.
## প্রশিক্ষণ ফিঃ #ব্যাচঃ_৫৩।। ভর্তির শেষ তারিখঃ ১৯.১১.২০১৬ ( ১৯ নভেম্বর ২০১৬ )
প্রশিক্ষণ শুরুঃ২০ নভেম্বর, ২০১৬ তারিখ থেকে। ক্লাস হবে প্রতি শনি সোম এবং বুধ , দুপুর ৩.৩০ মিঃ থেকে ৫.৩০ মিঃ পর্যন্ত। প্রশিক্ষন ফি: ১২,৫০০ টাকা ।
.
তাই এখনি আপনার আসনটি বুকিং দিতে কল করুন হ্যালোতেঃ০১৯৭৩৯০০৯৩৩ অথবা ০১৯৭০৯০০৯৩৩।

এবং অফিসে এসে ভর্তি নিশ্চিত করুন। আর মাত্র কয়েকটি আসন ফাঁকা আছে তাই এখুনি কল করুণ আপনার আসনটির জন্য।

আমাদের অফিসের ঠিকানা:
উওরা ইনফোটেক
৮৭, বিএনএসসেন্টার, ৬ষ্ঠতলা(রুমনং-৬১০/এ, এবং৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো :০১৯৩৫৯০০৯৩৩, ০১৬১১৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uttarainfotech.com
অথবা
নন্দীভবন – (৩য়তলা),
(ইসলামীব্যাংকসংলগ্ন, গাজীপুরইঞ্জিনিয়ারিংইনষ্টিটিউটএরপাশের বিল্ডিং),
চন্দনাচৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো :০১৯৭৩৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uit.com.bd

ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/uttarainfotech/ ,
https://www.facebook.com/freelancingtrainingingazipur/ ,
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/watch…
ইমেইলঃ admin@uttarainfotech.com ,
ভাল লাগলে বন্ধুদেরকে জানিয়ে দিতে শেয়ার করে দিন এখুনি। ফ্রিল্যান্সিং এ আমাদের ফলো করবেন আশা করি ।

যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান আজকেই যোগাযোগ করুন উওরা ইনফোটেক এ.

022

আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বাংলাদেশের প্রায় ৩ লক্ষ্য তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন। তবে এই সেক্টরে সফলতার জন্য আগে থেকেই বিষয়গুলো জেনে নেয়া উচিত।

বর্তমানে আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহিবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশীরা সবচেয়ে বেশী যেইসব কাজ করছেন তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট , রেসপনসিভ ওয়েব ডিজাইন , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন , ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট , গ্রাফিক্স ডিজাইন , ইমেইল মার্কেটিং , ব্লগিং এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং সহ আরো অনেক কাজ। এখন উত্তরাতে আছে বিশ্ব মানের আই টি ইন্সটিটিউট,,  উওরা ইনফোটেক ।

এই বিশেষ কর্মশালায় যে সকল বিষয় এর উপর বিশেষ গুরুত্ত দেয়া হয়েছেঃ

১। ফ্রিল্যান্সিং কি ? ২। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ? ৩। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ? ৪। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানতে হয় ? ৫। কাজগুলো শিখবেন কিভাবে ? ৬| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ?

১। ওয়ার্ডপ্রেস কি ২। বর্তমান মার্কেটপ্লেসগুলোতে ওয়ার্ডপ্রেস এর চাহিদা কেমন ৩। ফ্রিল্যান্সার হিসেবে ওয়ার্ডপ্রেস নিয়ে ক্যারিয়ার শুরু করলে কি কি সুবিধা পাবেন । ৪| ওয়ার্ডপ্রেস মেইন্টেনেন্স

# কাদের জন্য এ প্রশিক্ষন?
১। যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান।
২। যারা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস শিখতে চান ।
৩। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে বা লোকালি কাজ করে যারা স্মার্ট ক্যারিয়ার গড়তে চান।
৪। ফ্রিল্যান্সিং করে মাসে ৩০০০০ থেকে ৬০০০০ টাকা ইনকাম করতে চান ।
.
এখনো অল্পসংখ্যক কিছু সিট খালি আছে। যারা এখন ভর্তি হননি অতিসত্বর উওরা ইনফোটেক সরাসরি অথবা বিকাশ এর মাধ্যমে ভর্তি নিশ্চিত করুন – এবং বিস্তারিত জানতে ফোন করুন এখুনি।
.
ফোনঃ ০১৯৭৩৯০০৯৩৩ or ০১৯৭০৯০০৯৩৩
.
আমাদের অফিসের ঠিকানা:
উওরা ইনফোটেক
৮৭, বিএনএসসেন্টার, ৬ষ্ঠতলা(রুমনং-৬১০/এ, এবং৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো :০১৯৩৫৯০০৯৩৩, ০১৬১১৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uttarainfotech.com
অথবা
নন্দীভবন – (৩য়তলা),
(ইসলামীব্যাংকসংলগ্ন, গাজীপুরইঞ্জিনিয়ারিংইনষ্টিটিউটএরপাশের বিল্ডিং),
চন্দনাচৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো :০১৯৭৩৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uit.com.bd

ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/uttarainfotech/ ,
https://www.facebook.com/freelancingtrainingingazipur/ ,
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/watch
ইমেইলঃ admin@uttarainfotech.com ,
ভাল লাগলে বন্ধুদেরকে জানিয়ে দিতে শেয়ার করে দিন এখুনি। ফ্রিল্যান্সিং এ আমাদের ফলো করবেন আশা করি ।

Graphics Design and Freelancing Career

dsc_0893অনেকদিন যাবত গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রীল্যান্সিং করছি।কিছু ক্লায়েন্ট আছে যারা আমাকে নিয়মিত কাজ দেয় । যা আমাকে কাজের ব্যাপারে আরও অনেক বেশি উৎসাহিত করে ।আর সেই ক্লায়েন্টদের থেকে একজন ক্লায়েন্ট এর কাজের কিছু অর্ডার শেয়ার করলাম । যারা Freelancing এ নতুন তারা হয়ত কিছুটা অনুপ্রেরনা পাবে। আর বাকিদের কাছে আমি দোয়াপ্রার্থী যেন এভাবেই সফলতার সাথে আমি এগিয়ে যেতে পারি।

উত্তরা ইনফোটেক (Uttara Info Tech) এর সকল শিক্ষকবৃন্দ কে ধন্যবাদ, সব সময় পাশে থেকে উৎসাহ ও আন্তরিক সহযোগিতা করার জন্য।

ফ্রীল্যান্সিং নিয়ে কোনো পরামর্শ জানতে চাইলে কমেন্ট করুন ।

02-11-16

Professional Web Development Training Center

 

022

প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে ৫২ তম ব্যাচের কোর্স শুরু হবে আগামী ০৫ .১১.১৬ তারিখ থেকে।

সময়ঃ শনি সোমবার বুধ সকাল ১১:০০ টা থেকে।
ভর্তি চলবে : ০৩/১১/২০১৬ইং পর্যন্ত
বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ওয়েব ডিজাইন এর মাধ্যমে নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে আজ প্রফেশনাল ওয়েব ডিজাইনারগণ। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। প্রফেশনাল ওয়েব ডিজাইনার বর্তমান সময়ের অন্যতম লোভনীয় প্রফেশন। একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার এর কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠান গুলোতে প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। তাই দিনদিন ওয়েব ডিজাইনিং কিংবা ওয়েব ডিজাইন -এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উত্তরা ইনফোটেক দক্ষ ও প্রফেশনাল প্রশিক্ষক দ্বারা আন্তরিকতার সহিত ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শিখিয়ে থাকেন।
কি কি শিখতে পারবনে এই কোর্স থেকে:
১. এইচটিএমএল, এইচটিএমএল-৫
২. সিএসএস, সিএসএস-৩
৩. জাভাস্ক্রিপ্ট
৪. জে-কোয়েরি
৫. পিএসডি টু এইচটিএমএল
৬. পিএইচপি
৭. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ব্লগসাইট তৈরি করতে হয়
৮. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি অনলাইন নিউজ পোর্টাল তৈরি করতে হয়
৯. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ব্যাবসায়িক সাইট তৈরি করতে হয়
১০. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি অনলাইন শপিং/ই-কমার্স সাইট তৈরি করতে হয় ।
এছাড়াও পাচ্ছেনঃ
-মাল্টি-মিডিয়া প্রজেক্টর দ্বারা ক্লাসের ব্যবস্থা।
– আন্তরিক ও প্রফেশনাল প্রশিক্ষণ Environment.
– প্রতিটি ক্লাসের Video Script।
– সকলেই ওয়েব ডিজাইনিং এর রিয়াল প্রজেক্টে কাজ করার সুবিধা পাবে।
ভর্তি এবং প্রশিক্ষণ ফি:
আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ হবে সপ্তাহে ০৩ দিন । ৩ মাসের প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি : ১২,৫০০/-.টাকা।
আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার,
৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৬১১ ৯০০ ৯৩৩
অথবা
নন্দী ভবন – (৩য় তলা),
(ইসলামী ব্যাংক সংলগ্ন, গাজীপুর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর পাশের বিল্ডিং),
চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন:
www.uit.com.bd, www.uttarainfotech.com

Best Freelancing Traning Center

যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাদের কথা চিন্তা করেই,আমাদের এই কর্মশালাটি । বিস্তারিত ফোনঃ01973900933 or 01970900933
.
আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বাংলাদেশের প্রায় ৩ লক্ষ্য তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন। তবে এই সেক্টরে সফলতার জন্য আগে থেকেই বিষয়গুলো জেনে নেয়া উচিত।
.
বর্তমানে আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহিবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশীরা সবচেয়ে বেশী যেইসব কাজ করছেন তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট , রেসপনসিভ ওয়েব ডিজাইন , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন , ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট , গ্রাফিক্স ডিজাইন , ইমেইল মার্কেটিং , ব্লগিং এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং সহ আরো অনেক কাজ। এখন উত্তরাতে আছে বিশ্ব মানের আই টি ইন্সটিটিউট ।
.
এই বিশেষ কর্মশালায় যে সকল বিষয় এর উপর বিশেষ গুরুত্ত দেয়া হয়েছেঃ
.
– ১। ফ্রিল্যান্সিং কি ? ২। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ? ৩। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ? ৪। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানতে হয় ? ৫। কাজগুলো শিখবেন কিভাবে ? ৬| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ?

.
ইভেন্ট লিংকঃhttps://www.facebook.com/freelancingtrainingingazipur/
ইভেন্ট লিংকঃhttps://www.facebook.com/uttarainfotech/
.
*** তাই এখনই আপনার আসনটি নিশ্চিত করুন। **
# Hotline:01973900933 # Hotline:01970900933
.

আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৯৩৫ ৯০০ ৯৩৩, ০১৬১১ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uttarainfotech.com

অথবা
নন্দীভবন – (৩য় তলা),
(ইসলামী ব্যাংক সংলগ্ন, গাজীপুর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর পাশের বিল্ডিং),
চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uit.com.bd

 

11896235_1111384762222485_1834924830131333769_n

Best Web Development Traning Center

 

 

14691076_160202854437919_8150504092960008850_nবর্তমান যুগের অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ওয়েব ডিজাইন এর মাধ্যমে নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে আজ প্রফেশনাল ওয়েব ডিজাইনার। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্বোত্তম পেশা। প্রফেশনাল ওয়েব ডিজাইনার বর্তমান সময়ের অন্যতম লোভনীয় প্রফেশন।

একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার এর কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠান গুলোতে প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। তাই দিনদিন ওয়েব ডিজাইনিং কিংবা ওয়েব ডিজাইন -এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

অংশগ্রহণকারীরা যা যা পাচ্ছেনঃ
– প্রতিটি ক্লাস শেসে video প্রেজেন্টেশন দিয়ে দেওয়া হবে।
– ওয়েব ডিজাইন এর উপর কিছু বাংলা ভিডিও টিউটরিয়াল প্রদান করা হবে।
– সকলেই ওয়েব ডিজাইনিং এর রিয়াল প্রজেক্টে অংশগ্রহণের সুবিধা পাবে।
– প্রফেশনাল ওয়েব ডিজাইনার-দের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়।

ভর্তি এবং প্রশিক্ষণ ফি:
আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ শুরু হবে ১৭/১০/২০১৬। ক্লাশ হবে সপ্তাহে ০৩ দিন প্রতি শনি সোম ও বুধবার বিকাল ৫:০০ টা থেকে ৬:৩০ টাপর্যন্ত। ৩ মাসের প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ১২,৫০০/-.টাকা।
অন্যান্য সেবা সমূহ
– এস ই ও. ( Search Engine Optimization.)।
– সোশাল মিডিয়া মার্কেটিং (Facebook).।
– ই মেইল মার্কেটিং ।
– ডিসপ্লে মার্কেটিং (on line news paper & Web Side )।
– এস এম এস মার্কেটিং ।
– ব্র্যান্ড প্রমোশন ।
– ওয়েব ডেভলপমেন্ট ।

আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা ( রুম নং-৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৯৩৫ ৯০০ ৯৩৩, ০১৬১১ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uttarainfotech.com

অথবা
নন্দী ভবন – (৩য় তলা),
(ইসলামী ব্যাংক সংলগ্ন, গাজীপুর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর পাশের বিল্ডিং),
চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uit.com.bd

প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট এর ৫১ তম ব্যাচে ভর্তি চলছে।

b2ac5271588077e527da77fe709fbad1e749a91623a7970551pimgpsh_fullsize_distrকোর্স শুরু :১০/১০/২০১৬ ইং
ভর্তি চলবে :০৯/১০/২০১৬ইং পর্যন্ত
বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ওয়েব ডিজাইন এর মাধ্যমে নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে আজ প্রফেশনাল ওয়েব ডিজাইনারগণ। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। প্রফেশনাল ওয়েব ডিজাইনার বর্তমান সময়ের অন্যতম লোভনীয় প্রফেশন। একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার এর কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠান গুলোতে প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। তাই দিনদিন ওয়েব ডিজাইনিং কিংবা ওয়েব ডিজাইন -এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উত্তরা ইনফোটেক দক্ষ ও প্রফেশনাল প্রশিক্ষক দ্বারা আন্তরিকতার সহিত ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শিখিয়ে থাকেন।
কি কি শিখতে পারবনে এই কোর্স থেকে:
১. এইচটিএমএল, এইচটিএমএল-৫
২. সিএসএস, সিএসএস-৩
৩. জাভাস্ক্রিপ্ট
৪. জে-কোয়েরি
৫. পিএসডি টু এইচটিএমএল
৬. পিএইচপি
৭. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ব্লগসাইট তৈরি করতে হয়
৮. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি অনলাইন নিউজ পোর্টাল তৈরি করতে হয়
৯. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ব্যাবসায়িক সাইট তৈরি করতে হয়
১০. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি অনলাইন শপিং/ই-কমার্স সাইট তৈরি করতে হয় ।
এছাড়াও পাচ্ছেনঃ
-মাল্টি-মিডিয়া প্রজেক্টর দ্বারা ক্লাসের ব্যবস্থা।
– আন্তরিক ও প্রফেশনাল প্রশিক্ষণ Environment.
– প্রতিটি ক্লাসের Video Script।
– সকলেই ওয়েব ডিজাইনিং এর রিয়াল প্রজেক্টে কাজ করার সুবিধা পাবে।
ভর্তি এবং প্রশিক্ষণ ফি:
আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ হবে সপ্তাহে ০৩ দিন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতি বার । ৩ মাসের প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি : ১২,৫০০/-.টাকা।
আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৬১১ ৯০০ ৯৩৩
অথবা ,
নন্দী ভবন (৩য় তলা),
(ইসলামী ব্যাংক এর পশ্চমি পার্শ্বে),
চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uit.com.bd, www.uttarainfotech.com

আউটসোর্সিং / ফ্রীল্যান্সিং-ই আমার জীবন বদলে দিয়েছে : মোহাম্মদ ইব্রাহিম খলিল মজুমদার

আউটসোর্সিং / ফ্রীল্যান্সিং-ই আমার জীবন বদলে দিয়েছে  :  মোহাম্মদ ইব্রাহিম খলিল মজুমদার

ibrahim-upwork

বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ওয়েব ডিজাইন এর মাধ্যমে নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে আজ প্রফেশনাল ওয়েব ডিজাইনারগণ। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। প্রফেশনাল ওয়েব ডিজাইনার বর্তমান সময়ের অন্যতম লোভনীয় প্রফেশন। একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার এর কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠান গুলোতে প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। তাই দিনদিন ওয়েব ডিজাইনিং কিংবা ওয়েব ডিজাইন -এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উত্তরা ইনফোটেক দক্ষ ও প্রফেশনাল প্রশিক্ষক দ্বারা আন্তরিকতার সহিত ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শিখিয়ে থাকেন।

বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আউটসোর্সিং করে অনেকেই নিজের ভাগ্য পরিবর্তন করছে। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ফ্রীল্যান্সিং-ই হউক আপনার জন্য সর্ব উত্তম পেশা। দেশকে বেকার সমস্যা দূর করতে দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের সাথে উত্তরা ইনফোটেক’ও সমান ধারায় আইটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই আন্দোলনে শরিক হয়ে অনেকেই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে নিজের  ভাগ্যকে পুরোপুরি বদলে দিয়েছেন।

২০১১ সাল থেকে উত্তরা ইনফোটেক যাত্রা শুরু করে প্রায় ৫০০ প্রশিক্ষিত সুদক্ষ যুবককে আইটি জগতে ক্যারিয়ার গড়তে সহযোগিতা করেছে। যাদের অনেকেই বর্তমানে আইটি পেশায় নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেছে। উত্তরা ইনফোটেক থেকে প্রশিক্ষণ নেওয়া অনেকের মধ্যে আমিও একজন।

সোলানী ভবিষৎতের কথা চিন্তা করে আমি আইটি সেক্টরের মাধ্যমে ডিজিটাল ক্যারিয়ার গড়ব বলে সিদ্ধান্ত ২০১২ সালে। তখন ভাল মানের আইটি প্রতিষ্ঠান তেমন ছিল না। আমি আমার বন্ধুদের মাধ্যমে উত্তরা ইনফোটেক সম্পর্কে জানতে পারি। পরে এই প্রতিষ্ঠানে এসে আইটি ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারি। উত্তরা ইনফোটেক এর পরিবেশ, প্রশিক্ষণ প্রদানের দক্ষতা ও প্রশিক্ষণ পরিবর্তী সহযোগিতার কথা জানতে পেরে নিজেকে এই প্রতিষ্ঠানের একজন ছাত্র হিসাবে যুক্ত করি এবং উত্তরা ইনফোটেক এ প্রশিক্ষন নিয়ে নিজেকে একজন দক্ষ ফ্রীল্যান্সার হিসাবে তৈরী করতে সমর্থ হই।

বর্তমানে আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করি। প্রতিদিন প্রায় আট ঘণ্টা সময় ব্যয় করে আমি প্রতি মাসে গড়ে প্রায় ৭৫,০০০ টাকা বা তারও বেশি আয় করি। তবে যে যত বেশি সময় দিতে পারবে সে তত বেশি আয় করতে পারবে। দেশে বসে বিদেশি ডলার আয় করতে বেশ ভালই লাগে। এই সেক্টরে কাজ করতে এসে বিভিন্ন ধরনের সমস্যার সম্মূখীন হয়েছি, সেক্ষেত্রে উত্তরা ইনফোটেক থেকে আমি সব সময় সহযোগিতা পেয়েছি, এখনও পাচ্ছি।

নতুনদের উদ্দেশ্যে বলছি আইটি সেক্টরে আসতে নিজের ইচ্ছা শক্তি ও কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকলেই যে কেউ আইটি বিষয়ে কাজ শিখে অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারবে।

পরিশেষে আমি গর্বের সাথে বলছি, উত্তরা ইনফোটেকই আমার ভাগ্য পরিবর্তন করেছে আমি উত্তরা ইনফোটেক ও উত্তরা ইনফোটেক এর সকল প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ’কে ধন্যবাদ জানাচ্ছি।

client-feedback

প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট এর ৫০ তম ব্যাচে ভর্তি চলছে Professional Web Development\

robimongolbrohospoti

কোর্স শুরু :২৫/০৯/২০১৬ ইং
ভর্তি চলবে :২৫/০৯/২০১৬ইং পর্যন্ত

বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ওয়েব ডিজাইন এর মাধ্যমে নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে আজ প্রফেশনাল ওয়েব ডিজাইনারগণ। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। প্রফেশনাল ওয়েব ডিজাইনার বর্তমান সময়ের অন্যতম লোভনীয় প্রফেশন। একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার এর কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠান গুলোতে প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। তাই দিনদিন ওয়েব ডিজাইনিং কিংবা ওয়েব ডিজাইন -এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উত্তরা ইনফোটেক দক্ষ ও প্রফেশনাল প্রশিক্ষক দ্বারা আন্তরিকতার সহিত ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শিখিয়ে থাকেন।

কি কি শিখতে পারবনে এই কোর্স থেকে:

১. এইচটিএমএল, এইচটিএমএল-৫

২. সিএসএস, সিএসএস-৩

৩. জাভাস্ক্রিপ্ট

৪. জে-কোয়েরি

৫. পিএসডি টু এইচটিএমএল

৬. পিএইচপি

৭. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ব্লগসাইট তৈরি করতে হয়

৮. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি অনলাইন নিউজ পোর্টাল তৈরি করতে হয়

৯. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ব্যাবসায়িক সাইট তৈরি করতে হয়

১০. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি অনলাইন শপিং/ই-কমার্স সাইট তৈরি করতে হয় ।

এছাড়াও পাচ্ছেনঃ

-মাল্টি-মিডিয়া প্রজেক্টর দ্বারা ক্লাসের ব্যবস্থা।

– আন্তরিক ও প্রফেশনাল প্রশিক্ষণ Environment.

– প্রতিটি ক্লাসের Video Script।

– সকলেই ওয়েব ডিজাইনিং এর রিয়াল প্রজেক্টে কাজ করার সুবিধা পাবে।

ভর্তি এবং প্রশিক্ষণ ফি:

আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ হবে সপ্তাহে ০৩ দিন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতি বার । ৩ মাসের প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি : ১২,৫০০/-.টাকা।

আমাদের অফিসের ঠিকানা:

৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),

সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।

হ্যালো : ০১৬১১ ৯০০ ৯৩৩

অথবা ,

নন্দী ভবন (৩য় তলা),

(ইসলামী ব্যাংক এর পশ্চমি পার্শ্বে),

চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।

হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uit.com.bd, www.uttarainfotech.com