Best Interior Design Company in Uttara, Dhaka, Bangladesh
www.sarainteriorbd.com
বাংলাদেশের প্রথমবারের মতো সফটওয়্যার বাই সেল নিয়ে এলো ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পূর্ণ সমাধান সহ।
আপনার ব্যবসায় এই সফ্টওয়্যারটি ব্যবহার করে সমস্ত হিসাব গণনা করা সহজ। দৈনন্দিন খরচের হিসেব খুব সহজে আপনার কাস্টমার/ভেন্ডর/এজেন্ট এর সকল তথ্য এবং হিসাব নিকাশ রাখতে পারবেন । যা আপনার এবং আপনার কর্মচারীদের সময় বাঁচাবে ।
আমাদের এই সফটওয়্যার এর বৈশিষ্ট:
১. টিকেট বুকিং
২. ভিসা বুকিং
৩. রেন্ট এ কার বুকিং
৪. হোটেল বুকিং
৫. মেডিক্যাল
৬. ম্যানপাওয়ার
৭. এজেন্ট অনুসারে তথ্য
৮. ভেন্ডর অনুসারে তথ্য
৯. প্রতিদিনের আয় এবং ব্যায়ের হিসাব
১০. ভেন্ডর এবং এজেন্ট এর কমিশন
১১.প্রতিদিন /মাসিক /বাৎসরিক এবং কাস্টম রিপোর্ট
১২. ভেন্ডর এবং এজেন্ট অনুসারে রিপোর্ট
বিশ্বের যে কোন প্রান্ত থেকে আমাদের সকল সফটওয়্যার মোবাইল ফোন, ট্যাব, অ্যান্ড্রয়ডে সেট বা ল্যাপটপে ব্যবহার করা যায়।
ছোট, মাঝারি অথবা বড় ব্যবসার ট্রাভেল এজেন্সী ম্যানেজমেন্ট সফটওয়্যার জন্য আজই যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে
Call & WhatsApp : 01935900933 , 01712007676
www.uttarainfotech.com
www.uclb.demo.uttarahosting.com
www.watertankcleaningbangladesh.com
www.versutebd.com
www.rsinternationalbd.com
www.taniconstructionltd.com
www.smtttc.com
www.samycongroup.com
www.legendgroup-bd.com
www.chowdhury1group.com
www.alvigroup.com.bd
উত্তরা ইনফো টেক একটি নেতৃস্থানীয় সফ্টওয়্যার উন্নয়ন কোম্পানি, এবং আমরা বাংলাদেশের সেরা অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করছি । একটি অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল তার পুরো বিভাগকে একটি নেটওয়ার্ক এবং একটি কেন্দ্রীয় কেন্দ্রের অধীনে আনা। আমাদের অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট সফ্টওয়্যারে স্ট্যান্ডার্ড সিস্টেমের মতো কিছু মূল এবং মৌলিক মডিউল রয়েছে।
আমাদের অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট মডিউল গুলো হলো ঃ-
• ড্যাশবোর্ড
• মেঝে তথ্য
• ইউনিট তথ্য
• মালিকের তথ্য
• ভাড়াটে তথ্য
• কর্মচারী তথ্য
• ভাড়া সংগ্রহ
• তথ্যশালা
• অভিযোগ
• সেটিংস
• মালিক ইউটিলিটি
• রক্ষণাবেক্ষণ খরচ
• ব্যবস্থাপনা
• অ্যাপার্টমেন্ট তহবিল
• বিল জমা
• নোটিসবোর্ড
• মিটিং
• দর্শনার্থী
• ইমেল/এসএমএস সতর্কতা
• রিপোর্ট
বিশ্বের যে কোন প্রান্ত থেকে আমাদের সকল সফটওয়্যার মোবাইল ফোন, ট্যাব, অ্যান্ড্রয়ডে সেট বা ল্যাপটপে ব্যবহার করা যায়।
বিস্তারিত জানতে
Call & WhatsApp : 01935900933 , 01712007676
www.uttarainfotech.com
বর্তমান সরকার প্রতিটা স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠানে সফটওয়্যার ব্যাবহার বাধ্যতামূলক করেছে । যার ফলে শিক্ষা ব্যবস্থাপনা বা পরিচালনা করা যেমন হয়েছে সহজ ঠিক তেমনি হয়ে যাবে নির্ভুল ।তথ্য প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের শিক্ষা ব্যবস্তাপনার পরিচালনার নিয়মকে।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—এই তিনটি পক্ষের মধ্যকার সহজ যোগাযোগ ও কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপনা করা যায় এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস)। স্কুল/কলেজ/ইউনিভার্সিটি বা মাদ্রাসায় ম্যানেজমেন্ট সিস্টেম নামেও এটি পরিচিত।
স্কুল/কলেজ/ইউনিভার্সিটি বা মাদ্রাসায় ম্যানেজমেন্ট এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহারের মাধ্যমে যেসকল সুবিধা পেতে পারেন সেগুলো হলঃ
✪ প্রতিদিনের উপস্থিতি হিসাব করা
✪ফিঙ্গার প্রিন্ট ডিভাইসে এর মাধ্যমে উপস্থিতি।
✪ ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য সংরক্ষণ করা
✪ শিক্ষক এবং স্টাফদের তথ্য ব্যবস্থাপনা
✪ বেতন প্রদান পদ্ধতি
✪ হোম ওয়ার্ক
✪ অনলাইন বই
✪ ক্লাস এবং রুটিন ব্যবস্থাপনা
✪ ভর্তি ম্যানেজমেন্ট
✪ পরীক্ষা এবং ফলাফল ব্যবস্থাপনা
✪ ক্লাস এবং বিভাগ ব্যবস্থাপনা
✪ স্কুল ক্যালেন্ডার
✪ ইভেন্ট ক্যালেন্ডার
✪ বিজ্ঞপ্তি ব্যবস্থাপনা
✪ মেসেজিং সিস্টেম
✪ এসএমএস ইন্টিগ্রেশন
✪ লাইব্রেরি ব্যবস্থাপনা
✪ হোস্টেল ব্যবস্থাপনা
✪ বেতন এবং কর্মচারী বেতন স্লিপ
✪ আয় ও ব্যয় ব্যবস্থাপনা
✪ এছাড়া বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়ালগুলো আপলোড করা
বিশ্বের যে কোন প্রান্ত থেকে আমাদের সকল সফটওয়্যার মোবাইল ফোন, ট্যাব, অ্যান্ড্রয়ডে সেট বা ল্যাপটপে ব্যবহার করা যায়।
বিস্তারিত জানতে
Call & WhatsApp : 01935900933 , 01712007676
www.uttarainfotech.com
আপনি কি আপনার টেইলর শপ এর জন্য টেইলর ম্যানেজমেন্ট সফটওয়্যার খুঁজছেন?
টেইলর ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে কাস্টমারের মাপ, ডেলিভারি এবং প্রতিষ্ঠানের হিসাব নিকাশ খুব সহজে ও অল্প সময়ে পরিচালনা করা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে ডেলিভারি তারিখ ও বিভিন্ন ধরনের শুভেচ্ছাবার্তা কাস্টমারকে এসএমএসের মাধ্যমে জানানো যায়।
# সফটওয়্যার ফিচারস :
• অর্ডার ম্যানেজমেন্ট
• পে-রোল
• হিসাব সংরক্ষণ
• 30+ অধিক রিপোর্ট
• সহজ অর্ডার প্রক্রিয়া
• ডাইনামিক রিপোর্ট জেনারেশন
• স্টক/ইনভেন্টরি মডিউল
• বিক্রয় মডিউল
• লাভ/ক্ষতি ব্যবস্থাপনা
• গ্রাহক ডাটাবেস মডিউল
• এইচআর এবং বেতন মডিউল
• এসএমএস পাঠানোর সুবিধা
• যেকোনো জায়গা থেকে মনিটরিং সুবিধা
• সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সমাধান
• ফেব্রিক ম্যানেজমেন্ট ও লেনদেনের রিপোর্ট সুবিধা
• অর্ডার ও ডেলিভারি রিপোর্ট রাখা যায়
• কাস্টমারের মাপ নেয়া ও পরবর্তীতে সহজে খুঁজে পাওয়া যায়
……..আরও নানা রকম ফিচার তো থাকছেই!!
ব্যাবসায়ীদের চিন্তা মাথায় রেখে উত্তরা ইনফো টেক টেইলর ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরী করে দিচ্ছে। আপনার ব্যবসা নিজস্ব সফটওয়্যার এর মাধ্যমে পরিচালনা করুন, ঝামেলা বিহীন। আমাদের রয়েছে নিজস্ব এবং দক্ষ ইঞ্জিনিয়ার টিম।
বিস্তারিত জানতে
Call & WhatsApp : 01935900933 , 01712007676
www.uttarainfotech.com
১। সালাম – কখনও নিজের বাসায় দারোয়ান কিংবা সিএনজি বা রিকশাওয়ালা মামাকে সালাম দিয়েছো? কখনও বাসার নিচের দোকানের মামাকে সালাম দিয়ে তার কুশলাদি জিজ্ঞেস করেছো? দিয়ে দেখো একবার! দেখবে তুমি তাদের কতটা আপন হয়ে গেছো। আর সালাম দেওয়ার পর ওই মানুষগুলো যে ভুবন ভোলানো প্রাণখোলা হাসিটা ফেরত দেয় সেই হাসিটা তোমার দিন গড়ে দিতে যথেষ্ট। আর এই অমূল্য হাসিটা পেতে কী প্রয়োজন? শুধু তাদেরকে একটা সালাম দেওয়া।
এই সালাম কিন্তু ফ্রি!
২। সম্মান – কথিত আছে, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। তাই তুমি যদি সম্মান প্রত্যাশা করো তাহলে সম্মান করতে শেখো। পৃথিবীতে যত প্রতিষ্ঠিত আর সম্মানিত মানুষ আছেন তারা সবাইকে সম্মান করেন। সবার মতামতকে সম্মান দিতে জানেন। আর এই সম্মান দেওয়ার অভ্যাস তোমাকে সবার কাছে প্রিয় করে তোলে।
আর এই সম্মান করতেও কিন্তু অর্থের প্রয়োজন হয় না।
৩৷ স্নেহ – বড়দেরকে যেমন সম্মান করতে হয় তেমনি ছোটদেরকেও স্নেহ করতে হয়। ছোটরা সরল, অবুঝ আর অনুকরণপ্রিয়। ওরা তাই শিখবে যেসব ওদের আশেপাশের বড়রা করে। তাই তুমি যদি ছোটদের স্নেহ করো তাহলে ছোটরাও তাই শিখবে। তারাও তাদের চেয়ে বড়দের সম্মান করবে আর ছোটদের স্নেহ করবে।
আর এই স্নেহ করাতেও খরচাপাতির বালাই নেই।
৪৷ ভালোবাসা – সম্মান আর স্নেহ তো গেলো। এবার আসি ভালোবাসায়। আমাদের কাছে বন্ধুত্বের সম্পর্কের মানেটাই অনেকটা বদলে গেছে। আমরা মনে করি বন্ধু মানেই তাকে তার কোনো একটা দোষ বা ত্রুটি নিয়ে পচানো। বন্ধুত্ব মানেই পচানো। কেউ তোমার বন্ধু হলেই তাকে পচানো জায়েজ। আসলেই কি তাই? এমনটা কি হওয়া উচিত? বন্ধুত্বের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি। তোমার বন্ধু, প্রিয়জন, সহকর্মী আর কাছের মানুষগুলোকে ভালোবাসতে শেখো। তাদেরকে গুরুত্ব দিতে শেখো। তাদের মূল্যায়ন করতে শেখো। এই মানুষগুলো মূল্যবান। এই মানুষগুলো বিশেষ। পরিবারের পর তোমার যে কোনো বিপদের তোমার পাশে কিন্তু এই মানুষগুলোই থাকবে।
তাই তাদেরকে ভালোবাসো। আর এই ভালোবাসায় খরচা নেই।
৫৷ সময় – তুমি একটা মানুষকে অনেক বেশি মূল্যবান কিছু দেবার ক্ষমতা রাখো। এবং সেটাও কোনো প্রকার খরচাপাতি ছাড়াই। হ্যাঁ, আমি বলছি সময়ের কথা। একটা মানুষের কাছে অনেক বেশি মূল্যবান জিনিসগুলোর একটি হলো সময়। তোমার পরিবারকে তোমার কাছের মানুষগুলোকে সময় দাও। তাদের কাছাকাছি থাকো। তাদের সাথে কথা বলো। তাদের কথা শোনো। একসাথে বাইরে খেতে যাও কিংবা বেড়াতে যাও! যে মানুষগুলো তোমাকে ভালোবাসে তাদের জন্যে এইটুকু তো করতেই পারো? তাই না!
সময় দিতে সবসময় পয়সা লাগে না।
৬। সহমর্মিতা – তোমার কাছের কেউ যখন কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যায় কিংবা কোনো বিপদে পড়ে তখন চেষ্টা করো তার পাশে থাকার। তার কথা শোনার। দেখবে এই খারাপ সময়টা কেটে যাবার পরও ওই মানুষটা তোমাকে মনে রাখবে।
সহমর্মিতায় খরচা নেই।
৭৷ সহযোগিতা – তোমার কাছের কোনো পরিচিত কাউকে কোনো সমস্যায় পড়তে দেখলে চেষ্টা করো তাকে সাহায্য করার। কেউ পড়া বুঝতে কষ্ট করলে তাকে পড়া বুঝিয়ে সাহায্য করো। কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে তাকে সাহস দাও। শহরে কিংবা প্রতিষ্ঠানে কেউ নতুন এলে তাকে সবার সাথে পরিচিত হতে সাহায্য করো।
এই কাজগুলো কিন্তু একদম ফ্রি। উল্টে বিনিময়ে পাবে সবার ভালোবাসা।
তোমার প্রশংসা যদি কারও দিনটাই সুন্দর করে দেয় তাহলে কিন্তু মন্দ হয় না ।
আপনি কি আপনার দোকান বা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সহজ ও নির্ভুল মাধ্যম খুঁজছেন?
আপনার উত্তর যদি হয় হ্যাঁ।
তাহলে একটি সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার হতে পারে আপনার ব্যবসার সহজ সমাধান।
ব্যবসার একটা গুরুত্ব পূর্ণ উপাদান হল টাকা। আমাদের দেশের ব্যবসায়ীরা হাতে কলমে সে টাকার হিসাব রাখতে অভ্যস্ত। আর হাতে কলমে হিসাব রাখতে গিয়ে অনেক সময় লোকসান গুনতে হয়। পৃথিবীর উন্নত সব দেশে ব্যবসার সব হিসাব নিকাশ সফটওয়্যার এর মাধ্যমে রাখে কারন মানুষের ভুল হতে পারে কিন্তু ভাল সফটওয়্যার এর ভুল হতে পারে না।
সেলস ম্যানেজমেন্ট সফটওয়ার হল একটি প্রতিষ্ঠানের আয়/ব্যয়, বিভিন্ন হিসাব-নিকাশ, স্টক ম্যানেজমেন্ট, কর্মচারীদের বেতন/ভাতা, তথ্য এবং বিভিন্ন আর্থিক লেনদেনের হিসাব পরিচালনার একটি মাধ্যম।
এই সফটওয়ারটি ব্যবহারের ফলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান হবে আরো আধুনিক এবং ডিজিটাল ।
সফটওয়্যার দিয়ে কি কি করতে পারবেন ও এতে আপনার কি কি লাভ হবেঃ
1. সফটওয়্যার আপনার মূল্যবান সময় যেমন বাঁচিয়ে দিবে, তেমনি আপনার খরচ অনেক কমিয়ে দিবে।
2. ব্যবসার হিসাব-নিকাশ রক্ষার জন্য রেজিস্টার বুক, ওয়ার্ক অর্ডার বুক, ইনভয়েস বুক, বা অন্যান্য হিসাবের খাতা নিয়ে আর মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই।
3. আপনার সব হিসাব-নিকাশ রক্ষা করবে সফটওয়্যার। সুতরাং হাতে-কলমে কাজ করতে গিয়ে আপনার যে ভুল হওয়ার আশংকা ছিল, সফটওয়্যার ব্যবহারে তা আর থাকছে না।
4. আপনি যে কোন ক্যাটাগরি অনুসারে আপনার ব্যবসার রিপোর্ট গুলো জানতে পারবেন।
5. কোন প্রোডাক্ট গুলোর এক্সপায়ারি ডেট দ্রুত শেষ হবে তাও আপনি জানতে পারবেন। কাজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার কোন প্রোডাক্ট এর স্টক বাড়ানো উচিৎ আর কোন প্রোডাক্ট দ্রুত বিক্রি করে দেয়া উচিৎ।
6. আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলো হারিয়ে যাওয়ার কোন ভয় থাকছে না। সবকিছু জমা থাকবে সফটওয়্যারে। চাহিদামত সার্চ দিয়ে মুহূর্তেই বের করে নিন প্রয়োজনীয় ডকুমেন্ট।
7. যে টাকা খরচ করছেন সেই সব টাকার ফিড ব্যাক কেমন।
8. আপনার ইনভেন্টরির কি অবস্থা। সাপ্লাইয়ারদের সাথে লেনদেন এর কি অবস্থা?
9.ব্যবসায়ীক সফটওয়্যার ব্যবহার এর ফলে আপনি যেমন এই ব্যাপারগুলো পর্যবেক্ষণ করতে পারবেন তেমনি পাশাপাশি আপনি আপনার কর্মপরিকল্পনা ঠিক করতে পারবেন।
বিশ্বের যে কোন প্রান্ত থেকে আমাদের সকল সফটওয়্যার মোবাইল ফোন, ট্যাব, অ্যান্ড্রয়ডে সেট বা ল্যাপটপে ব্যবহার করা যায়।
বিস্তারিত জানতে
Call & WhatsApp : 01935900933 , 01712007676
www.uttarainfotech.com