=== !!! === ক্যারিয়ার হিসাবে SEO === !!! === ক্লাস শুরু ০২/০১/২০১৬

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন- এস.ই.ও কোর্সে ভর্তি চলছে

SEO - Search Engine OptimizationTraining

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সময়ের আলোচিত একটি পেশা। যারা ওয়েব উদ্যোক্তা বা ওয়েবমাস্টার হতে চান তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা অবশ্যই জরুরি। এছাড়া যারা সফল ফ্রিল্যান্সার হতে চান তারাও এসইও শিখে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে শত শত ডলার আয় করতে পারেন। বিশেষ করে যাদের কম্পিউটারের সাধারণ জ্ঞান আছে এবং ইংরেজিতে লেখালেখি করতে পারেন তারা এই পেশাকে বেছে নিতে পারেন অনায়াশেই। বাংলাদেশি শত শত ফ্রিল্যান্সার এসব কাজ করে শত থেকে হাজার হাজার ডলার আয় করে থাকেন। অল্প সময়ে কাজ করে প্রচুর টাকা আয়ের অন্যতম উপায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি নিজের সাইটের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন তাহলে এর মাধ্যমে অধিক পরিমানে ভিজিটর পাবেন। যেহেতু ভিজিটর = টাকা হিসেবে বিবেচনা করা হয় সেহেতু যতো ভিজিটর আসবে আপনার ব্যবাসয়িক লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া ঘরে বসে রিলাক্স মোডে কাজ করা ও তার মাধ্যমে আয় করার এটাই সুযোগ।

কেন শিখবেন এসইও :

√ বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে (odesk.com, freelancer.com ইত্যাদি) ভিজিট করলে দেখা যায়, এসইওর কাজ সবচাইতে বেশি।

√ এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইট গুগলের প্রথমে আনতে পারলে এবং ভিজিটর প্রচুর পরিমানে ওয়েবসাইটে আসলে বিভিন্ন লোকাল কোম্পানীর বিজ্ঞাপন আপনার ওয়েভসাইটে ব্যবহার করে মাসে লাখ টাকাও আয় করতে পারবেন। যেমন টেকটিউনসে কোন প্রকার এ্যাডসেন্স ব্যবহার করা হয়না। এখানের আয় সম্পূর্ণ লোকাল বিজ্ঞাপন।

√ এসইও শিখার আরও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এসইও কোর্স একটি কিন্তু আয় করার সেক্টর অনেকগুলো। যেমনঃ ফোরাম পোস্টিং বা ব্লগ কমেন্টিং বা লিংকবিল্ডিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনটেন্ট রাইটিং বা পুরো এসইও করে আয় করা যায়।

√ প্রতিদিন মাত্র ৩-৪ ঘন্টা সময় দিয়ে এসইও করা যায়। সেজন্য অন্য চাকুরী পাশাপাশি এটি শিখে আয় করা সম্ভব।

যাদের জন্য এ কোর্সটি:

• কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
• চাকুরীরত ব্যাক্তি
• বেকার বা চাকুরী খুজছেন
• যারা আউটর্সোসিং করতে আগ্রহী
• ঘরে বসে কাজ করতে আগ্রহী
• অনলাইনে ক্যারিয়ার গড়তে আগ্রহী

কোন কোন মার্কেটপ্লেসে আপনি কাজ করবেন:

এই কোর্সটি করে আপনি শিখতে পারবেন আপ-ওয়ার্ক.কম, ফ্রিল্যান্সার.কম, ইল্যান্স.কম, ফাইভার.কম সহ অন্যান্য মার্কেটপ্লেস গুলো সম্পর্কে; যা আপনার কাজ করার প্লাটফর্ম। শুধু মার্কেটপ্লেসে নয় লোকাল মার্কেট থেকেও প্রতিনিয়ত কাজ পাওয়ার বহু সম্ভাবনা রয়েছে এসইও এর ক্ষেত্রে।

এছাড়াও যেসকল সুবিধাগুলো পাচ্ছেনঃ

– মাল্টি-মিডিয়া প্রজেক্টর দ্বারা ক্লাসের ব্যবস্থা।
– আন্তরিক ও প্রফেশনাল প্রশিক্ষণ Environment.
– প্রতিটি ক্লাসের Video Script।
– সকলেই অনলাইন ক্যারিয়ার এর রিয়াল প্রজেক্টে কাজ করার সুবিধা পাবে।

ভর্তি এবং প্রশিক্ষণ ফি:

আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ শুরু হবে ০২/০১/২০১৬। ক্লাশ হবে সপ্তাহে ৩ দিন প্রতি শনি, সোম ও বুধবার বার । ২ মাসের প্রশিক্ষণ প্রশিক্ষন ফি: ১০,৫০০/-.টাকা।

আমাদের অন্যান্য সেবা সমূহ :-

** ওয়েব ডেভেলপমেন্ট ।
** সফ্টওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি।
** এস ই ও. (Search Engine Optimization)।
** সোশাল মিডিয়া মার্কেটিং (Facebook, twitter, G-plus, Linked in, etc).।
** ই মেইল মার্কেটিং ।
** ডিসপ্লে মার্কেটিং (online news paper & Web Site )।
** এস এম এস মার্কেটিং ।
** ব্র্যান্ড প্রমোশন ।

আমাদের সাথে যোগাযোগ :

৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৬১১ ৯০০ ৯৩৩

অথবা

এস টাওয়ার – (৫ম তলা),
চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *