এসোশিখির বিনিয়োগের বিডি ভেঞ্চার
ইন্টারনেটভিত্তিক দূরশিক্ষণের ওয়েব পোর্টাল এসোশিখি ডটকমে (www.eshosikhi.com) বিনিয়োগ করল বিডি ভেঞ্চার লিমিটেড। সম্প্রতি বিডি ভেঞ্চারের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন ও এসোশিখি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম তানভীর এই চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এসোশিখি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এই বিনিয়োগ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ভর্তি প্রস্তুতি ও চাকরির পরীক্ষার জন্য মানসম্মত কারিকুলামভিত্তিক ভিডিও লেকচার ও পরীক্ষা তৈরিতে ব্যবহার হবে। তিনি আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে এসোশিখি ডটকমের সব বিষয়ের ভিডিও লেকচার ও পরীক্ষা তৈরির কাজ সম্পন্ন হবে। এর ফলে ছাত্রছাত্রীরা অনলাইনে সব বিষয়ে পড়াশোনা করতে পারবে।
বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন বলেন, এসোশিখি ডটকম বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!