How to increase sell – Social Media Marketing Strategy – কিভাবে বিক্রি বাড়াবেন

এখন থেকে সেল পোস্ট ছাড়াই হবে সেল!

আসলে কি এটাও সম্ভব?
বিশ্বাস হচ্ছে না তাইতো?

আরে ভাই সত্যি বলছি, অবশ্যই সম্ভব!
হ্যাঁ, অবশ্যই সম্ভব!
সেই কথাই বলছি,
তাহলে এখন একটু নড়েচড়ে বসে মনোযোগ দিন!

এতো এতো সেল পোস্ট সেল দিচ্ছেন তবু সেল বাড়ছে না?

কি করবেন ভেবে পাচ্ছেন না?

তাহলে এই লেখাটা আপনার জন্য!

পেইজে কিংবা গ্রুপে একের পর এক সেল পোস্ট দিয়েই যাচ্ছেন, কিন্তু খুবই কম সেল, পোস্ট সেভাবে রিচও হয় না?

কারণটা হলো সরাসরি সেল পোস্ট এখন সাধারণ একটি মার্কেটিং ম্যাথড, যার কারণে তা মানুষকে আর সেভাবে আকৃষ্ট করে না!

তাহলে উপায়?
হ্যাঁ, সেই কথাই বলছি, উপায় আছে!
আর তা হলো, সুন্দর কন্টেট! আধুনিক বিজনেসে একটি ভালো কন্টেন্টকে বিজনেসের প্রাণ বলা হয়!

কিন্তু কেমন হওয়া উচিত সেই কন্টেন্ট, তার উপরই আজকের আলোচনা!

আসলে আদর্শ কন্টেন্ট হলো সেটাই যা দিয়ে আপনি আপনার পণ্যের প্রচার কিংবা সেল পোস্ট দিলেন ঠিকই, কিন্তু পাঠক পড়ার সময় তা বুঝতেই পারলো না! ট্রিকসটা এখানেই, পাঠক পড়ার পর বুঝতে পারবে আপনি আপনার পণ্যেকে তার সামনে তুলে ধরলেন, অথচ পাঠকের মনে একটুও বিরক্তি আসলো না। বরং তিনি তৃপ্তই হলেন!

আপনার কন্টেন্ট যেমন হওয়া উচিত-

আপনার কনটেন্ট যেন শুধু উপকার বা মানুষকে তথ্য জানানোর জন্যই যাতে হয়, সেটা মাথায় রাখবেন।

কোন ভাবেই যাতে মনে না হয় যে, এটা দিয়ে আপনি সেল এর লক্ষ্য রাখছেন।
সেলের জন্য পোস্ট লিখছেন, এটা ক্রেতা টের পেলেই আর কিনতে চাইবে না।

তাহলে কিভাবে কনটেন্ট লিখব?
সেল পোস্ট এর ধরন কিন্তু অন্য রকম হয়।
কিন্তু আপনি যদি ইনফরমেশন টাইপ কনটেন্ট এর ভেতরে সেল পোস্টের মিশ্রন ঘটান, তাহলে কনটেন্ট এর মূল উদ্দেশ্যই হবে ব্যাহত।

যেমন ধরেন, আপনি পন্য নিয়ে কোন বৈশিষ্ট্য লিখছেন।
এমন ভাবে লিখবেন, যাতে করে মনে হয় যে, আপনি সেই বিষয়ে অনেক দক্ষ এবং অনেক জেনে তারপর লিখছেন।
এমন ভাবে উপস্থাপন করে তুলে ধরবেন, যাতে সামান্যতম ও না বুঝা যায় যে, আপনি সেল চাচ্ছেন।

চেষ্টা করবেন, পোস্টের মাধ্যমে মানুষকে কিছু শেখাতে।
নিজে যা জানেন, অভিজ্ঞতার আলোকে হোক বা জ্ঞানের আলোকে হোক, সেটাই তুলে ধরুন।

শেষ, আর কিছু আপনাকে করতে হবে না।
বাকিটা মানুষ নিজ থেকে করবে।

সহজ ভাবে বলতে গেলে, পোস্টে আপনি যত বেশী পারেন তথ্য দিন। এটা দরকার, কেন দরকার, কিভাবে উপকার পাবেন, এই গুলি বলেন।
তাহলেই মানুষ প্রথমে ভালো কিছু জানতে পারল। এর পড়ে বিস্তারিত জানার জন্য নিজ থেকে আপনাকে নক করবে। নক করলে কি বলবেন? ভাই/আপু, নিয়ে নেন, অনেক ভালো পন্য আমার। এভাবে বলবেন?
না। শুধু যে বিষয়ে ক্রেতা জিজ্ঞেস করবেন, শুধু সেটার উত্তর দিবেন। এর বাইরে কিছু বলবেন না।

তাহলে চলুন,
লিখে ফেলুন আপনার আদর্শ কন্টেন্টটি!

আর নিজে লিখতে না পারলে যোগাযোগ করতে পারেন একজন ভালো কন্টেন্ট রাইটারের সাথে!

🍀নোট: এই যে উপরের লেখায়/কন্টেন্ট-এ আমি কিন্তু আমার নিজের পোস্ট দিলাম, আপনারা কিন্তু টেরও পেলেন না! হি হি হি!😊

ধন্যবাদ
ভালো থাকুন ভালো রাখুন!

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *