যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান আজকেই যোগাযোগ করুন উওরা ইনফোটেক এ.

022

আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বাংলাদেশের প্রায় ৩ লক্ষ্য তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন। তবে এই সেক্টরে সফলতার জন্য আগে থেকেই বিষয়গুলো জেনে নেয়া উচিত।

বর্তমানে আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহিবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশীরা সবচেয়ে বেশী যেইসব কাজ করছেন তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট , রেসপনসিভ ওয়েব ডিজাইন , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন , ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট , গ্রাফিক্স ডিজাইন , ইমেইল মার্কেটিং , ব্লগিং এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং সহ আরো অনেক কাজ। এখন উত্তরাতে আছে বিশ্ব মানের আই টি ইন্সটিটিউট,,  উওরা ইনফোটেক ।

এই বিশেষ কর্মশালায় যে সকল বিষয় এর উপর বিশেষ গুরুত্ত দেয়া হয়েছেঃ

১। ফ্রিল্যান্সিং কি ? ২। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ? ৩। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ? ৪। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানতে হয় ? ৫। কাজগুলো শিখবেন কিভাবে ? ৬| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ?

১। ওয়ার্ডপ্রেস কি ২। বর্তমান মার্কেটপ্লেসগুলোতে ওয়ার্ডপ্রেস এর চাহিদা কেমন ৩। ফ্রিল্যান্সার হিসেবে ওয়ার্ডপ্রেস নিয়ে ক্যারিয়ার শুরু করলে কি কি সুবিধা পাবেন । ৪| ওয়ার্ডপ্রেস মেইন্টেনেন্স

# কাদের জন্য এ প্রশিক্ষন?
১। যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান।
২। যারা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস শিখতে চান ।
৩। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে বা লোকালি কাজ করে যারা স্মার্ট ক্যারিয়ার গড়তে চান।
৪। ফ্রিল্যান্সিং করে মাসে ৩০০০০ থেকে ৬০০০০ টাকা ইনকাম করতে চান ।
.
এখনো অল্পসংখ্যক কিছু সিট খালি আছে। যারা এখন ভর্তি হননি অতিসত্বর উওরা ইনফোটেক সরাসরি অথবা বিকাশ এর মাধ্যমে ভর্তি নিশ্চিত করুন – এবং বিস্তারিত জানতে ফোন করুন এখুনি।
.
ফোনঃ ০১৯৭৩৯০০৯৩৩ or ০১৯৭০৯০০৯৩৩
.
আমাদের অফিসের ঠিকানা:
উওরা ইনফোটেক
৮৭, বিএনএসসেন্টার, ৬ষ্ঠতলা(রুমনং-৬১০/এ, এবং৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো :০১৯৩৫৯০০৯৩৩, ০১৬১১৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uttarainfotech.com
অথবা
নন্দীভবন – (৩য়তলা),
(ইসলামীব্যাংকসংলগ্ন, গাজীপুরইঞ্জিনিয়ারিংইনষ্টিটিউটএরপাশের বিল্ডিং),
চন্দনাচৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো :০১৯৭৩৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uit.com.bd

ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/uttarainfotech/ ,
https://www.facebook.com/freelancingtrainingingazipur/ ,
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/watch
ইমেইলঃ admin@uttarainfotech.com ,
ভাল লাগলে বন্ধুদেরকে জানিয়ে দিতে শেয়ার করে দিন এখুনি। ফ্রিল্যান্সিং এ আমাদের ফলো করবেন আশা করি ।

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *