ঝুঁকির মুখে ১০ লাখ উইন্ডোজ গ্রাহক!

freelancing

সম্প্রতি ভেক্ট্রা নেটওয়ার্কসের গবেষকেরা উইন্ডোজ প্রিন্ট স্পুলার প্রসেসে ২০ বছরের পুরনো এক বাগের সন্ধান পাওয়ার দাবি করেছেন। এ বাগ অবৈধ ও ক্ষতিকর ড্রাইভার ডাউনলোড ঠেকাতে পারে না। আর এসব ড্রাইভার ডাউনলোড হলে ক্ষতির সম্মুখীন হয় পুরো নেটওয়ার্ক। ভেক্ট্রার গবেষক নিক বিউচেসনি জানিয়েছেন, ত্রুটি নেটওয়ার্কে প্রবেশ করলে তা আর সুরক্ষিত থাকে না। মেশিনকে প্রভাবিত করে। প্রথম দিকে এ ত্রুটি শনাক্ত করা সম্ভব নাও হতে পারে। ম্যালওয়্যার পরে একটি মেশিন থেকে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। এ ত্রুটি উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমে পরিলক্ষিত হয়েছে বলে ভেক্ট্রার দাবি। এ ত্রুটিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বিভিন্ন কোম্পানিতে ব্যবহৃত বিওয়াইওডি ল্যাপটপ, পাবলিক নেটওয়ার্কে থাকা ব্যক্তিগত ল্যাপটপের যথেচ্ছ ব্যবহার ও করপোরেট নেটওয়ার্ক, যেখানে দলীয় নীতি এ ফিচারে সক্রিয়। কাউকে একটি প্রিন্টার সংযুক্ত করতে বাধ্য করা কৌশলপূর্ণ কাজ হতে পারে। কিন্তু এইচটিটিটি রিকোয়েস্ট ও ব্যবহারকারীকে বিভিন্ন উপায়ে বাধ্য করে অন্য নেটওয়ার্কের মাধ্যমে হামলা চালানোরও উপায় রয়েছে।
এতে ক্ষতিগ্রস্ত হতে পারে ১০ লাখ উইন্ডোজ পার্সোনাল কম্পিউটার (পিসি)। এসব পিসি উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমে চালিত। মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা ও পরবর্তী অপারেটিং সিস্টেমসের জন্য প্যাচ ইস্যু করলেও এর আগের সংস্করণগুলো এখনো ঝুঁকিতে রয়ে গেছে। নেটওয়ার্ক প্রিন্টারের সাথে উইন্ডোজ মেশিন্সের মধ্যের মিথস্ক্রিয়ার ভিত্তিতে এ জটিল ঝুঁকি। স্থানীয় নেটওয়ার্ক অথবা ইন্টারনেটে এ জটিলতা সিস্টেমে ক্ষতিকর কোড চালুর সুযোগ দেয় সাইবার হামলাকারীকে। এটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড, ম্যানুয়াল জটিলতা এড়াতে সক্ষম।

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *